গত বছরের ডিসেম্বরে ‘মেসেঞ্জারে রুমিন ফারহানাকে যে বার্তা পাঠালো তারেক জিয়া’ শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
ভিডিওটিতে রুমিন ফারহানাকে বলতে শোনা যায়, “বিএনপি-জামায়াতের কর্মীকে হাত-ঠ্যাং ভেঙে দেবেন আপনারা। আমি আপনাদের সঙ্গে আছি।”
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিএনপি-জামায়াতের কর্মীদের ওপর হামলা নির্দেশ দিয়ে বিএনপি নেত্রী রুমিন ফারহানা কোনো বক্তব্য দেননি বরং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণার সময়ে কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহারের দেওয়া ‘বিএনপি-জামায়াতের কর্মীদের কোনও প্রার্থীর পক্ষে পাওয়া গেলে হাত-পা ভেঙে দেবেন’ শীর্ষক বক্তব্যের সমালোচনা করে তিনি বিষয়টির বর্ণনা দিতে গিয়ে উক্ত কথাগুলো বলেন।
গুজবের সূত্রপাত
অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। পর্যবেক্ষণে ভিডিওতে প্রদর্শিত রুমিন ফারহানার বক্তব্যে কিছু অসঙ্গতি পরিলক্ষিত হয়। এছাড়াও, ভিডিওটি’র সাথে কয়েকটি ফানি ক্লিপও যুক্ত করা হয়েছে। তাছাড়া ভিডিওটির ওপরের অংশে ‘বাংলা পলিটিক্স’ শীর্ষক একটি লোগো রিউমর স্ক্যানার টিমের নজরে আসে।
এই লোগোর সূত্র ধরে প্রাসঙ্গিক কি ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে Bangla Politix নামক ফেসবুক পেজে ২০২৩ সালের ১৯ ডিসেম্বর “মেসেঞ্জারে রুমিন ফারহানাকে যে বার্তা পাঠালো তারেক জিয়া” শীর্ষক শিরোনামে আলোচিত ভিডিওটি নিয়ে প্রকাশিত একটি পোস্ট (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।
পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি একটি কমেডি পেজ। বিভিন্ন সময়ে এই পেজটি থেকে কমেডিধর্মী বিভিন্ন পোস্ট প্রচার করতে দেখা যায়।
অর্থাৎ, এই পেজটি থেকে আলোচিত ভিডিওটি প্রথমে প্রচার হয় এবং পরবর্তীতে বিভিন্ন জায়গায় তা আসল ভেবে ছড়িয়ে পড়ে।
পরবর্তীতে রুমিন ফারহানার বক্তব্যের মূল ভিডিওর খোঁজে প্রাসঙ্গিক কি ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে Rumeen’s Voice নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২৯ ডিসেম্বর ‘নির্বাচনের মাঠে আ. লীগের মাস্তানি; রাজ্জাক-কাদের পাল্টাপাল্টি’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটি’র একটি অংশের সাথে আলোচিত ভিডিওটি’র মিল খুঁজে পাওয়া যায়।
ভিডিওটি’র ৭ মিনিট ২৫ সেকেন্ড থেকে ৭ মিনিট ৩৩ সেকেন্ড অংশের সাথে আলোচিত ভিডিওটি’র রুমিন ফারহানার বক্তব্যের অংশের হুবহু মিল পাওয়া যায়।
মূল ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, সেখানে রুমিন ফারহানা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে আওয়ামী লীগের বিভিন্ন কৌশলের বিষয়ে আলোচনা করেন। উক্ত ভিডিওটিতে তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণার সময়ে কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহারের দেওয়া একটি বক্তব্যের সমালোচনা করেন। তিনি দেশীয় মূলধারার অনলাইন গণমাধ্যম বাংলা ট্রিবিউনে প্রকাশিত এমপি বাহারের বিএনপির নেতাকর্মীদের হাত-পা ভেঙে দেওয়ার বিষয়ে বলা এক বক্তব্যের সমালোচনা করেন। এসময় তিনি উক্ত প্রতিবেদনটি পড়ে শোনান।
পরবর্তীতে বাংলা ট্রিবিউনের ওয়েবসাইটে গত ১৯ ডিসেম্বর ‘বিএনপি-জামায়াতের কর্মীদের কোনও প্রার্থীর পক্ষে পাওয়া গেলে হাত-পা ভেঙে দেবেন’ শীর্ষক শিরোনামে প্রকাশিত উক্ত প্রতিবেদনটি খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৮ ডিসেম্বর কুমিল্লা সদরের ৬ নম্বর জগন্নাথপুর ইউনিয়নের এক উঠান বৈঠকে কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহারের দেওয়া একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। উক্ত বক্তব্যে তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি ভোট। বিএনপি নির্বাচনে হেরে যাবে বলে নির্বাচনে আসেনি। কোনও বিএনপি-জামায়াতের কর্মীকে কোনও প্রার্থীর পক্ষে পাওয়া গেলে তার হাত-ঠ্যাং (পা) ভেঙে দেবেন আপনারা। আমি আপনাদের সঙ্গে আছি। কোনও ভয়ের কারণ নেই। উৎসবমুখর পরিবেশে ভোট দিতে যাবে কুমিল্লার মানুষ।
মূলত, ২০২৩ সালের ২৯ ডিসেম্বর Rumeen’s Voice নামের একটি ইউটিউব চ্যানেলে বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক রুমিন ফারহানার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে আওয়ামী লীগের বিভিন্ন কৌশলের বিষয়ে আলোচনার একটি ভিডিও প্রচারিত হয়। উক্ত ভিডিওটিতে তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণার সময়ে কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহারের দেওয়া একটি বক্তব্যের সমালোচনা করেন। তিনি এমপি বাহারের ‘বিএনপি-জামায়াতের কর্মীদের কোনও প্রার্থীর পক্ষে পাওয়া গেলে হাত-পা ভেঙে দেবেন’ শীর্ষক বক্তব্যের বর্ণনা দিতে গিয়ে উক্ত কথাগুলো বলেন। পরবর্তীতে উক্ত অংশটি কেটে তাতে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় “মেসেঞ্জারে রুমিন ফারহানাকে যে বার্তা পাঠালো তারেক জিয়া” শীর্ষক শিরোনাম যুক্ত করে ভিডিওটি’র খণ্ডাংশ বিকৃতভাবে প্রচার করা হয়। প্রকৃতপক্ষে, রুমিন ফারহানা বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের নিয়ে এমন কোনো মন্তব্য করেননি।
উল্লেখ্য, পূর্বেও ভিন্ন ঘটনার ভিডিওকে বিএনপিকে উদ্দেশ্য করে রুমিন ফারহানার বক্তব্য দাবিতে ফেসবুকে প্রচার করা হলে সেসময় বিষয়টি মিথ্যা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, এমপি বাহারের বিএনপি-জামায়াতের উদ্দেশ্যে বলা বক্তব্যের বিষয়ে সমালোচনা করে বিএনপি নেত্রী রুমিন ফারহানার বক্তব্যের খণ্ডিত অংশকে বিএনপি জামাতের কর্মীদের হাত-ঠ্যাং ভেঙে দেওয়ার বিষয়ে তার (রুমিন) মন্তব্য দাবিতে ফেসবুকে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Rumeen’s Voice YouTube: নির্বাচনের মাঠে আ. লীগের মাস্তানি; রাজ্জাক-কাদের পাল্টাপাল্টি
- Bangla Tribune: বিএনপি-জামায়াতের কর্মীদের কোনও প্রার্থীর পক্ষে পাওয়া গেলে হাত-পা ভেঙে দেবেন
- Rumor Scanner’s Own Analysis