গত ২৫ আগস্ট জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার দপ্তরের এক প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উক্ত সাক্ষাতে উপদেষ্টাদ্বয় প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় দোভাষীর সহযোগীতা নেন। এর একটি ভিডিও সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। তারই প্রেক্ষিতে উপদেষ্টাদ্বয়ের ইংরেজি ভাষায় পারদর্শীতা না থাকার বিষয়টিকে নিয়ে সমালোচনা করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় একটি ভিডিও বার্তা প্রচার করেছেন দাবিতে একটি ভিডিও ইউটিউবে প্রচার করা হয়েছে।

ইউটিউবে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ইংরেজি ভাষার দক্ষতা নিয়ে সমালোচনা করে সজীব ওয়াজেদ জয় কোনো ভিডিও প্রকাশ করেননি বরং, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে অনুষ্ঠিত ছাত্র-জনতার লং মার্চকে কেন্দ্র করে সজীব ওয়াজেদ জয়ের প্রচারিত এক ফেসবুক বার্তার ভিডিওকে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।
অনুসন্ধানে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে ভিডিওটির শুরুতে সজীব ওয়াজেদ জয়কে ‘আমি সজীব ওয়াজেদ জয় বলছি। আপনারা জানেন এই’ শীর্ষক কথা বলতে শোনা যায়। পরবর্তীতে ভিডিওটির উপস্থাপিকা অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভাইরাল হওয়ার ভিডিওটির প্রসঙ্গ টেনে বলেন উক্ত ভিডিওটির প্রেক্ষিতে সজীব ওয়াজেদ জয় একটি ভিডিও বার্তা প্রচার করেছেন। যেখানে তিনি ‘এটা আমাদের পুরো দেশের জন্যে লজ্জাজনক। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে যখন দেশকে এভাবে বিব্রত করে এটি নিয়ে আসলে বলার মত কিছু থাকে না। দেশবাসীকে আমি একটা কথা বলতে চাই, যারা সামান্য ইংরেজি বলতে পারে না তারা কিভাবে উপদেষ্টা হয়?’ শীর্ষক কথাগুলো বলেছেন। তবে ভিডিওটির কোথাও সজীব ওয়াজেদ জয়ের মুখে কথাগুলো বলতে দেখা যায়নি।
দাবিটির বিষয়ে অনুসন্ধানে সজীব ওয়াজেদ জয়ের ভেরিফাইড ফেসবুক পেজে গত ৫ আগস্ট দুপুরে প্রচারিত একটি ভিডিওর সন্ধান পাওয়া যায়।
ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ভিডিওর শুরুতে দেখানো সজীব ওয়াজেদ জয়ের ফুটেজের সাথে উক্ত ভিডিওর শুরুর অংশের মিল রয়েছে। উভয় ভিডিওর শুরুতে তাকে ‘আমি সজীব ওয়াজেদ জয় বলছি। আপনারা জানেন এই’ শীর্ষক বাক্য উচ্চারণ করতে শোনা যায়। এছাড়াও দুটো ভিডিওতেই তার পোশাক, পরিবেশ এবং বসার ভঙ্গি একই।
ভিডিওটিতে তিনি আন্দোলনকারীদের দাবি দাওয়া এবং আন্দোলনের পরিস্থিতি নিয়ে বিভিন্ন আলোচনা করেন। যেহেতু ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়, সেহেতু এটিতে কোনো উপদেষ্টা প্রসঙ্গে কোনো আলোচনা নেই।
এছাড়াও সাম্প্রতিক সময়ে জয় নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে নিয়ে আলোচিত মন্তব্যটি করেছেন কিনা জানতে তার ফেসবুক পেজ, গণমাধ্যম পর্যালোচনা করেও কোনো তথ্য পাওয়া যায়নি।
অর্থাৎ, সজীব ওয়াজেদ জয়ের ভিন্ন ঘটনার পুরোনো ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।
সুতরাং, জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে দোভাষীর সহায়তায় আলোচনা করায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে নিয়ে সমালোচনা করে সজীব ওয়াজেদ জয় ভিডিও বার্তা প্রচার করেছেন দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Sajeeb Wazed Facebook Page Video
- Rumor Scanner’s Own Analysis