পাকিস্তানের বইমেলায় মাত্র ৩৫ টি বই বিক্রি হওয়ার দাবিটি মিথ্যা

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পাকিস্তানের লাহোরে বই মেলায় ১২০০ শর্মা, ৮০০ প্লেট বিরিয়ানি বিক্রি এবং একই মেলায় মাত্র ৩৫টি বই বিক্রি হওয়ার দাবিটি সত্য নয় বরং কোনো প্রকার তথ্যসূত্র ছাড়াই আলোচিত দাবিগুলো ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

বিভ্রান্তির শুরু

গত ২০ অক্টোবর Startup Karachi নামক একটি ফেসবুক পেজের পোস্টে (আর্কাইভ) পাকিস্তানি অভিনেতা খালেদ আনামের সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম পোস্টের একটি স্ক্রিনশটের তথ্যসূত্রে উক্ত দাবিগুলো প্রচার করা হয়। 

অনুসন্ধানে খালেদ আনামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এমন কোনো পোস্ট খুঁজে পাওয়া যায়নি। 

তবে খালেদ আনামের থ্রেডস অ্যাকাউন্টে গত ১৯ অক্টোবর প্রকাশিত একই পোস্ট (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।

খালেদ আনাম গত ২২ অক্টোবর তার এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করে জানান, দুই দিন আগে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইংরেজিতে একটি পোস্ট দেখেছিলাম যা আমার মজা লেগেছিল। তাই আমি সেটি উর্দুতে অনুবাদ করে মজা করার জন্য আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছিলাম।

তবে এটি ভুলভাবে বোঝা হয়েছে। অন্যরা কিভাবে বুঝেছে তা নিয়ে চিন্তিত নই, কিন্তু আমার ভুল ছিল যে এটা যাচাই করিনি যে এরকম কিছু আসলেই ঘটেছে কি না। যদি ঘটে থাকে তবে আমি অবশ্যই উৎস উল্লেখ করতাম। আমি উৎস বলতে পারি, কিছু ওয়েবপেজ ছিল যেগুলোর নাম আমি বলতে পারি কিন্তু কারও সমস্যা যাতে না হয় তাই বলছি না।

ভুলটা আমার ছিল কারণ আমি যাচাই ছাড়াই কিছু শেয়ার করেছি, তাই আমি এজন্য ক্ষমাপ্রার্থী। মজার জন্য আমি শেয়ার করেছিলাম, আমি জানতাম না এটি ভুলভাবে নেওয়া হবে। আমার কাছে এখনও এটি মজার, কিন্তু কিছু মানুষ আমাদের দেশ, শহর এবং ছাত্রদের নিয়ে সুযোগ পেয়েছে। তাই কাউকে এই ধরনের সুযোগ দেওয়া একদমই উচিত না।

অনুসন্ধানে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম BBC Urdu এর ওয়েবসাইটে গত ২২ অক্টোবর “لاہور کتاب میلے میں ’35 کتابیں جبکہ 1200 شوارمے اور 800 بریانی فروخت‘ ہونے کے دعوے کی حقیقت کیا؟” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে খালেদ আনামের একটি সাক্ষাৎকার পাওয়া যায়। তিনি জানান, এসব পরিসংখ্যানের কোনো সত্যতা নেই।

উল্লেখ্য, পাকিস্তানের লাহোরে ‘লাহোর আন্তর্জাতিক বইমেলা – ২০২৪’ অনুষ্ঠিত হয়েছিল গত ১ ফেব্রুয়ারি তারিখে। সম্প্রতি লাহোরে বড় পরিসরে বইমেলা অনুষ্ঠিত হওয়ার কোনো তথ্য পাকিস্তানি বা আন্তর্জাতিক গণমাধ্যমসূত্রে পাওয়া যায়নি। 

এছাড়া, পাকিস্তানি ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান I-Verify পাকিস্তানের লাহোরে বই মেলায় ১২০০ শর্মা এবং ৮০০ প্লেট বিরিয়ানি বিক্রি, বই বিক্রি হয়েছে মাত্র ৩৫টি শীর্ষক দাবিটি মিথ্যা সাব্যস্ত করে একটি ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে। 

সুতরাং, পাকিস্তানের লাহোরে বই মেলায় ১২০০ শর্মা ও ৮০০ প্লেট বিরিয়ানি বিক্রি হয়েছে এবং বই বিক্রি হয়েছে মাত্র ৩৫ টি শীর্ষক দাবিতে প্রচারিত তথ্যগুলো মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img