১৮০ বছর পর গ্রিসের মুসল্লিদের নামাজ পড়ার অনুমতি পাওয়ার দাবিটি বিভ্রান্তিকর

সম্প্রতি, গ্রিসের মুসল্লিরা ১৮০ বছর পরে নামাজ পড়ার অনুমতি পেয়েছেন শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গ্রিসের মুসল্লিরা ১৮০ বছর পর নামাজ পড়ার অনুমতি পাওয়ার দাবিটি সঠিক নয় বরং, গ্রিসের এথেন্স শহরে ২০২০ সালে ১৮০ বছর পর প্রথম মসজিদ চালু করা হয়েছে। এর আগে থেকেই গ্রিসের অন্যান্য অঞ্চলে মসজিদ রয়েছে। এথেন্স শহরে মসজিদ নির্মাণের পূর্বেও মুসল্লিরা শহরের বিভিন্ন স্থানে নামাজ আদায় করতেন।

এ বিষয়ে অনুসন্ধানে আন্তর্জাতিক গণমাধ্যম ‘Reuters’ এর ওয়েবসাইটে ২০১৯ সালের ৭ জুন “After waiting for decades, Muslims in Athens finally get a mosque” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, “এথেন্সে প্রথম সরকারি মসজিদটি সম্ভবত সেপ্টেম্বরের (২০১৯) মধ্যে খুলে দেওয়া হবে। যদিও গ্রিসের অন্যান্য অঞ্চলে মসজিদ রয়েছে, রাজধানী এথেন্সে ১৮৩৩ সালে দখলদার অটোমানদের বিতাড়নের পর থেকে কোনো আনুষ্ঠানিক মসজিদ ছিল না, এবং যেগুলো ছিল সেগুলোও অন্য কাজে ব্যবহার করা হয়েছে। একটি মসজিদ নির্মাণের পরিকল্পনা প্রথম শুরু হয় ১৮৯০ সালে সংসদীয় আইনের মাধ্যমে, কিন্তু ২০০৪ সালের অলিম্পিক উপলক্ষ্যে করা পরিকল্পনাসহ সব প্রচেষ্টা ব্যর্থ হয়।”

পরবর্তীতে, কাতার ভিত্তিক গণমাধ্যম ‘AL JAZEERA’ এর ওয়েবসাইটে ২০২০ সালের ৩ নভেম্বর “Athens finally gets a mosque” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, “১৪ বছরের জটিলতা ও প্রশাসনিক বিলম্বের পর ২০২০ সালের ২ নভেম্বর গ্রিসের রাজধানী এথেন্সে প্রথম মসজিদটি খুলে দেওয়া হয়। ঐদিন সন্ধ্যায় মসজিদে প্রথম নামাজ অনুষ্ঠিত হয়। এই মসজিদের উদ্বোধনের মাধ্যমে এথেন্স ইউরোপীয় ইউনিয়নের একমাত্র মসজিদবিহীন রাজধানীর অবস্থান থেকে বের হয়ে এসেছিল।”

এ বিষয়ে সেসময় বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম একই তথ্যসংবলিত সংবাদ (,,) প্রচার করে।

উল্লেখ্য, গ্রিসের এথেন্স শহরে আগে কোনো মসজিদ না থাকলেও মুসলিমদের নামাজের অনুমতি  ছিল। মসজিদের অনুপস্থিততে মুসল্লিরা বিভিন্ন স্থানে নামাজ আদায় করতেন।

সুতরাং, গ্রিসের এথেন্স শহরে ২০২০ সালে ১৮০ বছর পর প্রথম মসজিদ নির্মাণ করার ঘটনাকে গ্রিসে ১৮০ বছর পর নামাজ পড়ার অনুমতি পাওয়ার দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img