বরখাস্তকৃত ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে গ্রেফতার ও রিমান্ডে নেওয়ার গুজব

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদসহ অন্য নিহতদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে গত ৭ অক্টোবর লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে সাময়িক বরখাস্ত করা হয়। পরবর্তীতে ৯ অক্টোবর খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২-এর বিচারক মো. আল আমিনের আদালতে মোল্লা শওকাত হোসেন বাবুল নামের একজন মানবাধিকার কর্মী বাদী হয়ে তার নামে রাষ্ট্রদ্রোহিতা ও মানহানির একটি মামলাও করেন। এর প্রেক্ষিতে তাকে গ্রেফতার করে হাইকোর্ট ৭ দিনের রিমান্ড দিয়েছেন দাবিতে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

টিকটকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ)। 

এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি টিকটকে প্রচারিত উক্ত দাবির ভিডিওই দেখা হয়েছে প্রায় ৪ লাখ ৩ হাজার ৭১৪ বার। এছাড়াও ভিডিওটিতে প্রায় ৩১ হাজার ৯২৫ পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়াও দেখানো হয়েছে। পাশাপাশি ভিডিওটি ২৩৭ বার শেয়ার করা হয়েছে।

একই দাবিতে ইউটিউবে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বরখাস্তকৃত ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে গ্রেফতার এবং ৭ দিনের রিমান্ড নেওয়া সংক্রান্ত দাবিটি সঠিক নয় বরং, তাপসী তাবাসসুম উর্মির নামে মামলা দায়ের করা হলেও তিনি এখনও গ্রেফতার হননি। যেহেতু গ্রেফতারই হননি সেহেতু তাকে রিমান্ড দেওয়ার দাবিও ভিত্তিহীন।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যালোচনা করে ফটোকার্ডটিতে উর্মির ছবির পাশে দুজন মহিলা র‌্যাব সদস্যের সাথে আটককৃত একজন নারীর ছবি দেখতে পাওয়া যায়। এছাড়াও ফটোকার্ডটিতে দাবি করা হয়, তাকে গ্রেফতারের পর ৭ দিনের রিমান্ড দেওয়া হয়। 

ফটোকার্ডটিতে ব্যবহৃত ছবিটির বিষয়ে অনুসন্ধানে দৈনিক আলোকিত বাংলাদেশ-এর ওয়েবসাইটে ২০২২ সালের ২৯ সেপ্টেম্বর সিরাজগঞ্জে হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডে ব্যবহৃত র‌্যাব সদস্যদের ছবির সাথে প্রতিবেদনটিতে ব্যবহৃত ছবির মিল রয়েছে।

Image Comparison by Rumor Scanner

তবে উক্ত ছবিতে আটককৃত নারীর মুখের সার্জিক্যাল মাস্কটি মুখমণ্ডলের নিচের দিকে নামানো রয়েছে। এছাড়া উভয় ছবির আটককৃত নারীর পোশাক এবং দুই নারী র‌্যাব সদস্যের পোশাকেরও মিল রয়েছে।

প্রতিবেদন থেকে জানা যায়, আটক নারীর নাম শান্তা খাতুন। সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ তাকে আটক করা হয়। অর্থাৎ, উক্ত নারীর সাথে বরখাস্তকৃত ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির কোনো যোগসূত্র নেই।

পরবর্তীতে সাম্প্রতিক সময়ে বরখাস্তকৃত ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে গ্রেফতার করা হয়েছে কিনা অথবা উচ্চ আদালত তাকে রিমান্ড দিয়েছে কিনা জানতে একাধিক কি-ওয়ার্ড সার্চ করেও গণমাধ্যম ও বিশ্বস্ত কোনো সূত্রে তার গ্রেফতার হওয়ার বিষয়ে কিংবা তার রিমান্ড মঞ্জুর হওয়ার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, বরখাস্তকৃত ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে গ্রেফতার এবং ৭ দিনের রিমান্ড দেওয়া হয়েছে দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যগুলো সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img