সম্প্রতি, “লালচিহ্নিত জায়গাটিই কেবল ইজতেমা ময়দান। বাকি পুরোটা জায়গা বহিরাংশ। কতগুণ মানুষ বাহিরে, কল্পনা করুন। ছবিটি ড্রোন থেকে সংগৃহীত।” শীর্ষক শিরোনামে একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ইজতেমা কেন্দ্রীক ভীড়ের এই ছবিটির একটা অংশ লাল চিহ্নিত করে বলা হয়েছে লাল চিহ্নিত জায়গাটিই কেবল ইজতেমা মাঠ।
উক্ত দাবিতে প্রচারিত কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
আর্কাইভ ভার্সন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, উক্ত ড্রোনে ধারণ করা ছবিতে লাল চিহ্নিত করা অংশটি ইজতেমা ময়দানের নয় বরং চিহ্নিত অংশটি কামারপাড়া ব্রিজের পাশের একটি বাজার।
অনুসন্ধানে Eye’s Windows নামের একটি ফটোগ্রাফিক ফেসবুক পেজে গত ১৫ জানুয়ারি আপলোড করা মূল ছবিটি খুঁজে পাওয়া যায়। ছবিটি “আজ আখেরী মোনাজাত… কামারপাড়া বাসস্ট্যান্ড।” ক্যাপশনে ফটোগ্রাফার তার উক্ত পেজে পোস্ট করেছিল। ক্যাপশন থেকে জানা যায় ছবিটি কামারপাড়া বাসস্ট্যান্ড এলাকায় তোলা।
Eye’s Window এর আপলোড করা এই ছবিটি সংগ্রহ করে ভুল অংশকে লাল চিহ্নিত করে ইজতেমা ময়দান হিসেবে ফেসবুকে প্রচারের ফলে বিষয়টি নিয়ে নেটিজেনদের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। পরবর্তীতে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে, বিষয়টি নিয়ে বিভ্রান্তি দূর করে করা Eye’s Window এর একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টের মাধ্যমে তারা বিষয়টি স্পস্ট করে দেয় যে মার্ককৃত অংশটি ইজতেমা ময়দানের অংশ নয়।
অধিকতর নিশ্চিতের জন্য রিউমর স্ক্যানারের পক্ষ থেকে উক্ত ড্রোন ছবিটির চিত্রগ্রাহক এবং Eye’s window এর স্বত্বাধিকারী ইখলাস আল ফাহীম এর সাথে যোগাযোগ করে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি আমাদের মার্ককৃত জায়গাটি ইজতেমা মাঠ নয় বরং কামারপাড়া ব্রিজের পাশের বাজার বলে নিশ্চিত করেন। তিনি আমাদের সেই ছবিতে কামারপাড়া ব্রীজের পাশের বাজার এবং ইজতেমা মাঠের অবস্থান চিহ্নিত করেও দেখিয়েছেন।
অর্থাৎ, ইজতেমা কেন্দ্রীক এই ছবির যে অংশটি কে ইজতেমা মাঠ হিসেবে চিহ্নিত করা হয়েছে সেটি আসলে ইজতেমা মাঠের অংশ নয় বরং মার্ককৃত অংশটি কামারপাড়া ব্রিজের পাশের একটি বাজারের।
সুতরাং, ইজতেমা কেন্দ্রীক ড্রোনে ধারণ করা এই ছবির মার্ককৃত অংশটুকুকে কেবল ইজতেমা ময়দান দাবি করার বিষয়টি মিথ্যা।
তথ্যসূত্র
- Main photo uploaded by Eye’s Window
- Statement of the Photographer