গাজায় পাঁচ বছরের জন্য যুদ্ধবিরতি কার্যকর হয়নি

গত ২৬ এপ্রিল (শনিবার) বার্তা সংস্থা এএফপি জানায়, একটি এককালীন চুক্তিতে সব জিম্মির মুক্তির বিনিময়ে গাজায় পাঁচ বছরের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। এর ই প্রেক্ষিতে  ‘ব্রেকিং :- গা*জা*য় পাঁচ বছরের জন্য যু*দ্ধ বিরতি’ শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

যুদ্ধবিরতি

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গাজায় পাঁচ বছরের যুদ্ধবিরতি কার্যকর হয়নি। প্রকৃতপক্ষে, যুদ্ধবিরতির আলোচনায় সম্মত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। তবে এ বিষয়ে নেতিবাচক মন্তব্য করেছে ইসরায়েল।

এ বিষয়ে অনুসন্ধানে ইসরায়েলি গণমাধ্যম ‘The Jerusalem Post’ এর ওয়েবসাইটে ২৬ এপ্রিল, ২০২৫ ‘Five-year Gaza ceasefire deal not conveyed to Israel, source tells ‘Post’ ’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, “হামাস গাজায় যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তিতে পৌঁছানোর জন্য তাদের আগ্রহ প্রকাশ করেছে, যার মধ্যে পাঁচ বছরের যুদ্ধবিরতির বিনিময়ে বাকি সমস্ত জিম্মিদের এককালীন মুক্তি অন্তর্ভুক্ত থাকবে। (..) তবে, হামাস নেতৃত্বের মিডিয়া উপদেষ্টা নোনো হামাসের অস্ত্র সমর্পণের ইসরায়েলি দাবির বিষয়টি নাকচ করে দিয়েছেন। ইসরায়েলের উপ-পররাষ্ট্রমন্ত্রী শ্যারেন হাসকেল ইসরায়েলের মূল দাবি পূরণ না হলে নতুন প্রস্তাবটি কোনও অগ্রগতির দিকে নিয়ে যাওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছেন।” (অনূদিত)

এছাড়াও এ বিষয়ে একই তথ্যে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সংবাদ (,) প্রকাশ করে।  

অর্থাৎ,গাজায় ৫ বছরের যুদ্ধবিরতি এখন অবধি কার্যকর হয়নি।

সুতরাং, গাজায় পাঁচ বছরের যুদ্ধবিরতির প্রস্তাবে ফিলিস্তিনির স্বাধীনতাকামী  সশস্ত্র সংগঠন হামাসের সম্মত হওয়ার ঘটনাকে গাজায় যুদ্ধ বিরতি দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img