ফালাকাটা লেখা ব্যানার এডিট করে বিভিন্ন স্থানের নাম বসিয়ে প্রচার

সম্প্রতি ’’কাতারের একটি স্টেডিয়ামের সামনে দুই নারীর ধরে রাখা একটি ব্যানারসহ তোলা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

যা দাবি করা হচ্ছে

ছড়িয়ে পড়া পোস্টগুলোতে কাতারের একটি স্টেডিয়ামের সামনে আর্জেন্টিনার জার্সি পরা দুই নারীকে একটি ব্যানার ধরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। 

উক্ত ব্যানারে ‘আগামী FIFA WORLD CUP নরসিংদীতে‘, ‘আগামী FIFA WORLD CUP মালদাতে‘সহ বাংলাদেশ ও ভারতের বিভিন্ন স্থানের নাম বসিয়ে ফেসবুকে প্রচার করা হচ্ছে। এর ফলে কোন ছবিটি আসল সেটি নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি!

ফেসবুকে প্রচারিত এমন একটি পোস্ট দেখুন – নরসিংদী দাবি (আর্কাইভ), মালদা দাবি (আর্কাইভ), নীলফামারী দাবি (আর্কাইভ), করিমগঞ্জ দাবি (আর্কাইভ), দাগনভূঞা দাবি (আর্কাইভ), দিনাজপুর দাবি (আর্কাইভ), পাবনা দাবি (আর্কাইভ), ময়মনসিংহ দাবি (আর্কাইভ), পাবনা দাবি (আর্কাইভ), বরিশাল দাবি (আর্কাইভ) এবং কিশোরগঞ্জ দাবি (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বাংলাদেশ ও ভারতের বিভিন্ন স্থানের নাম বসিয়ে আলোচিত ছবিটি প্রচার করা হলেও প্রকৃতপক্ষে মূল ছবিটির পোস্টারে লেখা ছিল “আগামী FIFA WORLD CUP ফালাকাটাতে।”  

অনুসন্ধান যেভাবে

ছড়িয়ে পড়া পোস্টগুলোর ক্যাপশনের শব্দগুলো কিওয়ার্ড সার্চ পদ্ধতির মাধ্যমে অনুসন্ধান করে ফেসবুকে ‘ফালাকাটা’ নামক একটি পেজে গত ১২ ডিসেম্বর “এমনি এমনি কি টাউন ক্লাব ময়দানে ষ্টেডিয়াম গড়ে উঠছে….” শিরোনামে “আগামী FIFA WORLD CUP ফালাকাটাতে” লেখা ব্যানারে আলোচিত ছবিটি সম্বলিত একটি পোস্ট (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে একই ব্যানার সামনে রেখে ভিন্ন ভিন্ন আরও তিনটি ছবি খুঁজে পাওয়া যায়। 

আলোচিত ছবিটির বিষয়ে জানতে উক্ত পেজের এডমিনের সাথে যোগাযোগের চেষ্টা করে রিউমর স্ক্যানার টিম। তবে এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত এডমিনের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। 

পরবর্তীতে উক্ত ব্যানারের লেখাগুলো কিওয়ার্ড সার্চ করে ফেসবুকে গত ১১ ডিসেম্বর ‘Palash Guha Neogi’ নামক একটি অ্যাকাউন্টের একটি পোস্টে (আর্কাইভ) আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।  

উক্ত পোস্টে আলোচিত ছবিটির সাথে উক্ত ব্যানারসহ একাধিক ছবি রয়েছে এবং দুইটি ভিডিওতে ছবির ব্যক্তিদেরও খুঁজে পাওয়া যায়। 

জনাব পলাশের সাথে এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেছে রিউমর স্ক্যানার টিম। তবে এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত তার পক্ষ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। 

পরবর্তীতে পোস্টের কমেন্টগুলো বিশ্লেষণ করে জানা যায়, জনাব পলাশ গত ৯ ডিসেম্বর আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডসের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি দেখতে স্বপরিবারে গিয়েছিলেন লুসাইল স্টেডিয়ামে। আলোচিত ছবির বাম দিকের নারী পলাশের স্ত্রী। আলোচিত ব্যানারটি মান্না নামক পলাশের পরিচিত একজন স্টেডিয়ামে নিয়ে গিয়েছিল। 

অর্থাৎ, “আগামী FIFA WORLD CUP ফালাকাটাতে।” লেখা ব্যানারটিই আসল। 

মূলত, সদ্য সমাপ্ত কাতার বিশ্বকাপে গত ৯ ডিসেম্বর কোয়ার্টার ফাইনালে লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস। সে ম্যাচটি উপভোগ করতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ভারতের ফালাকাটার নাগরিক পলাশ গুহা নিয়োগী। তিনি ও তার পরিবার ও পরিচিতজনরা স্টেডিয়ামে দাঁড়িয়ে “আগামী FIFA WORLD CUP ফালাকাটাতে।” লেখা একটি ব্যানার হাতে নিয়ে একাধিক ছবি তোলেন। ইন্টারনেটে ছবিটি প্রকাশের পর ফালাকাটা’র স্থলে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন স্থানের নাম বসিয়ে সম্প্রতি ফেসবুকে প্রচার করা হচ্ছে। 

উল্লেখ্য, পরবর্তী অর্থাৎ ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের আসর বসবে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে। 

প্রসঙ্গত, সদ্য সমাপ্ত কাতার ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে একাধিক গুজব ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, “আগামী FIFA WORLD CUP ফালাকাটাতে।” লেখা একটি ব্যানার ইন্টারনেট থেকে সংগ্রহ করে তা ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বিকৃত করে তাতে বিভিন্ন স্থানের নাম বসিয়ে সম্প্রতি ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img