‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ করেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। এ ঘটনায় ‘হাসনাতের কল রেকর্ড ফাঁস- সচিবালয়ে আন্দোলনকারীদের উপর গুলির নির্দেশ’ শিরোনামে একটি ফটোকার্ড মূলধারার ইলেকট্রনিক গণমাধ্যম যমুনা টিভির ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে দাবি করে একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘হাসনাতের কল রেকর্ড ফাঁস- সচিবালয়ে আন্দোলনকারীদের উপর গুলির নির্দেশ’ শিরোনামে যমুনা টিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। বরং, প্রযুক্তির মাধ্যমে ভুয়া স্ক্রিনশট তৈরি করে যমুনা টিভি তাদের ফেসবুক পেজে এমন ফটোকার্ড প্রকাশ করেছে বলে ভুয়া দাবি প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত স্ক্রিনশটটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটি যমুনা টিভির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রকাশিত হয়েছে বলে তাতে উল্লেখ আছে, এবং এতে প্রকাশের তারিখ হিসেবে ২৬ মে ২০২৫ দেখা যায়। এই সূত্র ধরে যমুনা টিভির ফেসবুক পেজ খতিয়ে দেখা হয়। তবে ২৬ মে তারিখে পেজটিতে এমন কোনো ফটোকার্ড প্রকাশের তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে যমুনা টিভির ওয়েবসাইটেও ওই শিরোনামে কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।
স্ক্রিনশটটির উৎস অনুসন্ধানে, গতকাল সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে ‘বাকশাল 0.2’ নামের একটি ফেসবুক পেজে এটির সম্ভাব্য প্রথম প্রকাশ খুঁজে পাওয়া যায়। পোস্টটির ক্যাপশনে দাবি করা হয়, “পোস্ট টা মনে হয় ডিলিট হয়া গেছে।” পর্যবেক্ষণে আরও দেখা গেছে, ওই পেজ থেকেই এক মিনিটের ব্যবধানে একই স্ক্রিনশটটি একই ক্যাপশনসহ আরও কয়েকটি ফেসবুক গ্রুপে (১,২,৩,৪) আলাদাভাবে পোস্ট করা হয়।
দাবিটির ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধুমাত্র একটি স্ক্রিনশটই ঘুরে বেড়াচ্ছে। স্ক্রিনশট অনুযায়ী, পোস্টটি প্রকাশের এক ঘণ্টা পর ধারণ করা হয়েছে। এতে দেখা যায়, পোস্টটিতে ১,৬০০টি ভিন্ন অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া, ১০২টি মন্তব্য এবং ১১টি শেয়ার রয়েছে।
যদি যমুনা টিভি এমন একটি সংবাদ প্রচারের এক ঘণ্টার মধ্যেই সেটি সরিয়ে ফেলত, তাহলে স্বাভাবিকভাবে বিভিন্ন সময়ে, বিভিন্ন প্রতিক্রিয়াসহ একাধিক স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ত। কিন্তু এ ক্ষেত্রে শুধুমাত্র একটি স্ক্রিনশটই প্রচারিত হচ্ছে।
অর্থাৎ, যমুনা টিভির ফেসবুক পোস্ট দাবিতে প্রচারিত এই স্ক্রিনশটটি ভুয়া।
এছাড়া, যমুনা টিভির প্রচলিত ফটোকার্ডের শিরোনামে ব্যবহৃত ফন্টের সঙ্গে আলোচিত ফটোকার্ডের ফন্টের পার্থক্যও পরিলক্ষিত হয়। অর্থাৎ, আলোচিত ফটোকার্ডটিও ভুয়া।

তাছাড়া, অন্য কোনো গণমাধ্যমেও এমন কোনো সংবাদ প্রকাশিত হয়নি। হাসনাত আবদুল্লাহর কথিত কল রেকর্ডটিও কোনো নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায়নি। সচিবালয়ে আন্দোলনকারীদের নিয়ে তার একাধিক মন্তব্য (১,২) বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেলেও, এই বিষয়ে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
এ বিষয়ে যমুনা টিভির নিউ মিডিয়া বিভাগের সম্পাদক রুবেল মাহমুদ রিউমর স্ক্যানারকে জানিয়েছেন, প্রচারিত বিষয়টি ভুয়া।
সুতরাং, সচিবালয়ে আন্দোলন প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহকে জড়িয়ে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ড এবং ফেসবুক পোস্টের স্ক্রিনশট উভয়ই ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis.
- Jamuna TV: Facebook Page & Website.
- Statement from Rubel Ahmed, Editor, New Media, Jamuna TV.