সম্প্রতি, ‘২৫০ শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি’ দাবিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
প্রচারিত নিয়োগ বিজ্ঞপ্তিটির ছবির ক্যাপশন বিবরণীতে উল্লেখ করা হয়, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, যশোর-নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪-এই চাকরিতে বাংলাদেশের সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ংসম্পূর্ণ নারী ও পুরুষ উভয় পদ অনুযায়ী আবেদন করতে পারবেন। তবে, আবেদনকারী পুরুষ বা মহিলা প্রত্যেকের বয়স ১৮-৩২ বছরের মাঝে হতে হবে এবং সেসকল চাকরি প্রার্থীরা প্রত্যেকেই আবেদন করতে পারবেন। তবে বীর মুক্তিযোদ্ধার কোটা উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী চাকরি প্রার্থীরা ১৮-৩৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবে।
আবেদনের নিয়মাবলীঃ
১, আগ্রহী প্রার্থীগন আগামী ০৩ জুন ২০২৪ ইং রাত ১০ টা’র মধ্যে। এবং যে কোনো একটি পদে বা প্রযোজ্য যোগ্যতা থাকলে একাধিক পদে আবেদন দাখিল করতে পারবেন।
২,পূর্ণ জীবন বৃত্তান্ত PDF আকারে [email protected] মেইল করতে হবে।
৩, উল্লেখিত তারিখ এবং সময়ের পর আর কোনো আবেদন গ্ৰহন করা হবে না।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, যশোর জেনারেল হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তিটি সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ প্রকাশ করেনি বরং আর্থিক প্রতারণার উদ্দেশ্যে কথিত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি যশোর জেনারেল হাসপাতালের নাম ব্যবহার করে প্রচার করা হয়েছে।
এই বিষয়ে শুরুতেই কথিত নিয়োগ বিজ্ঞপ্তির ছবিটি পর্যালোচনা করে দেখা যায়, নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশের সময় হিসেবে ২৭ মে ২০২৪ তারিখ এবং ছবির উপরে ‘প্রথম আলো’র লোগো যুক্ত আছে।
অনুসন্ধানে আলোচিত নিয়োগ বিজ্ঞপ্তিটি ‘প্রথম আলো’র প্রিন্ট সংস্করণে প্রকাশিত হয়েছে কিনা তা জানতে বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখের সূত্র ধরে গত ২৭ মে থেকে ০৩ জুন পর্যন্ত প্রকাশিত প্রথম আলোর প্রিন্ট সংস্করণ পর্যবেক্ষণ করে দেখেছে রিউমর স্ক্যানার টিম। তবে কথিত এই নিয়োগ বিজ্ঞপ্তিটির সন্ধান মেলেনি।
এমনকি, যশোর জেনারেল হাসপাতালের সরকারি ওয়েবসাইট পর্যবেক্ষণ করেও এমন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির হদিস মেলেনি।
তাছাড়া, রিউমর স্ক্যানারের বিশেষায়িত শাখা রিউমর স্ক্যানার ইনভেস্টিগেশন ইউনিট সম্প্রতি এই ধরণের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর বিষয়ে বিস্তারিত অনুসন্ধান করে একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে দেখা যায়, গত মার্চেও যশোরের এই হাসপাতালের নামে হুবহু একই কায়দায় ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল।
মূলত, যশোর জেনারেল হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৪ দাবিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তির ছবি ফেসবুকে প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে আগ্রহী প্রার্থীদের [email protected] এই ইমেইল ঠিকানায় পূর্ণ জীবন বৃত্তান্ত PDF আকারে পাঠাতে বলা হয়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, যশোর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ কথিত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেনি।
সুতরাং, ২৫০ শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ দাবিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তির ছবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ বানোয়াট।
তথ্যসূত্র
- Jessore District Hospital Govt. Website
- Rumor Scanner’s Own Analysis