মঙ্গলবার, অক্টোবর 8, 2024
spot_img

নারায়ণগঞ্জের বিএনপি নেতাকে শোকজের দাবিতে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া

সম্প্রতি, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনকে কারণ দর্শানোর দাবিতে একটি প্রেস বিজ্ঞপ্তির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গোলাম ফারুক খোকনকে কারণ দর্শানোর জন্য বিএনপি কোনো প্রেস বিজ্ঞপ্তি দেয়নি বরং আলোচ্য দাবিতে ইন্টারনেটে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া।

অনুসন্ধানের শুরুতে কথিত প্রেস বিজ্ঞপ্তিটি পর্যবেক্ষণ করে এটি প্রকাশের তারিখ হিসেবে গত ৯ সেপ্টেম্বর উল্লেখ পাওয়া যায়।

পরবর্তীতে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে ৯ সেপ্টেম্বর এমন কোনো প্রেস বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়নি। এমনকি দেশিয় কোনো গণমাধ্যমেও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনকে কারণ দর্শানোর বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

তবে বিএনপির ফেসবুক পেজে ৯ সেপ্টেম্বর প্রকাশিত একটি পোস্টে (আর্কাইভ) আলোচিত প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া উল্লেখ করে জানায়, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উক্ত প্রেস বিজ্ঞপ্তি পোষ্ট করা হয়। ফেসবুকে পোষ্টকৃত প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরুপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।

Screenshot: Facebook

সুতরাং, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনকে কারণ দর্শানোর দাবিতে ইন্টারনেটে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

  • Bangladesh Nationalist Party – Facebook Post
  • Statement from Miftahul Islam Pantho
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img