তিতুমীর ব্যতিত বাকি ৬ কলেজের প্রস্তাবিত নাম প্রসঙ্গে এই ফটোকার্ড প্রচার করেনি ডেইলি ক্যাম্পাস

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাতটি কলেজকে নিয়ে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে অনেক দিন ধরে আন্দোলন করেছেন এ সকল কলেজের শিক্ষার্থীরা। পাশাপাশি বেশ কিছুদিন ধরে তিতুমীর কলেজকে এককভাবে বিশ্ববিদ্যালয় করার একটি দাবিও উঠেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের কাছ থেকে। 

সম্প্রতি, ‘তিতুমীর ব্যাতিত বাকি ৬ কলেজের প্রস্তাবিত নাম:Central University Of Dhaka(Cudian)’ শীর্ষক শিরোনাম বা তথ্যে দ্য ডেইলি ক্যাম্পাস এর লোগো সম্বলিত ফটোকার্ড ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘তিতুমীর ব্যাতিত বাকি ৬ কলেজের প্রস্তাবিত নাম:Central University Of Dhaka(Cudian)’ শীর্ষক শিরোনামে দ্য ডেইলি ক্যাম্পাস কোনো ফটোকার্ড প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় দ্যা ডেইলি ক্যাম্পাস এর লোগো ব্যবহার করে ভুয়া এই তথ্য সম্বলিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

অনুসন্ধানে কথিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে দ্য ডেইলি ক্যাম্পাস এর লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ১৯ নভেম্বর, ২০২৪ উল্লেখ করা হয়েছে।

উক্ত তথ্যের সূত্রে দ্য ডেইলি ক্যাম্পাসের ফেসবুক পেজে প্রচারিত সংবাদ ও ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও দ্য ডেইলি ক্যাম্পাস এর ওয়েবসাইট বা অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবির পক্ষে কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। 

তবে, দ্য ডেইলি ক্যাম্পাস এর ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে গত ১৯ নভেম্বর আলোচিত ফটোকার্ডের বিষয়ে একটি পোস্ট পাওয়া যায়। আলোচিত ফটোকার্ডটি ভুয়া উল্লেখ করে গণমাধ্যমটি জানায় ‘সতর্কতা, ফটোকার্ডটি দ্য ডেইলি ক্যাম্পাসের নয়’।

সুতরাং, ঢাবি অধিভুক্ত সাতটি কলেজকে জড়িয়ে ‘তিতুমীর ব্যাতিত বাকি ৬ কলেজের প্রস্তাবিত নাম:Central University Of Dhaka(Cudian)’ শীর্ষক শিরোনামে দ্য ডেইলি ক্যাম্পাসের নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

  • The Daily Campus: Facebook Post
  • Rumor Scanner’s Own Analysis

আরও পড়ুন

spot_img