কথিত ছাত্রীলীগ প্রসঙ্গে এই ফটোকার্ড ডেইলি বাংলাদেশ প্রকাশ করেনি

সকল গ্রেডের সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কার করে কোটা ব্যবস্থার স্থায়ী সমাধানের দাবিতে দেশজুড়ে শিক্ষার্থীরা গত পহেলা জুলাই থেকে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এরই মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক চীন সফর নিয়ে গত ১৪ জুলাই এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়েও কথা বলেন। সে সময় প্রধানমন্ত্রীর একটি বক্তব্যকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হন। এর প্রেক্ষিতে আন্দোলনের কর্মসূচিতে রাস্তায় নেমে আসেন শিক্ষার্থীরা। এর মধ্যে ঘটেছে সংঘর্ষ ও সহিংসতার ঘটনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দফায় দফায় ছাত্রলীগের হামলার অভিযোগও উঠেছে। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার জেরে দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে ছাত্রলীগের নেতাকর্মী ও ছাত্রলীগ নেত্রীদের বের করে দিয়েছিলেন সাধারণ শিক্ষার্থীরা।

তার প্রেক্ষিতে, ‘ছাত্রীলীগকে ভোগ করতে চাই কেন জনতা প্রশ্ন এই ছেলের’ শীর্ষক তথ্যে বা শিরোনামে ‘ডেইলি বাংলাদেশ’ এর লোগো সম্বলিত ফটোকার্ড ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

কথিত ছাত্রীলীগ

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়,‘ছাত্রীলীগকে ভোগ করতে চাই কেন জনতা প্রশ্ন এই ছেলের’ শীর্ষক তথ্যে বা শিরোনামে ডেইলি বাংলাদেশ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ডেইলি বাংলাদেশের ফটোকার্ডের আদলে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ ফটোকার্ডটিতে ডেইলি বাংলাদেশ এর লোগো থাকার বিষয়টি দৃষ্টগোচর হয়। পরবর্তীতে ডেইলি বাংলাদেশের ভেরিফাইড ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তাছাড়াও ডেইলি বাংলাদেশ এর ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামের ‘ছাত্রীলীগকে ভোগ করতে চাই কেন জনতা প্রশ্ন এই ছেলের’ লেখাটির সাথে ডেইলি বাংলাদেশ এর ফটোকার্ডের ডিজাইন ও শিরোনাম লেখার ফন্ট কালারের মধ্যে ভিন্নতা লক্ষ্য করা যায়। এছাড়া, ‘ছাত্রীলীগ’ শব্দটির অসঙ্গতি রয়েছে। কারণ ’ছাত্রীলীগ’ নামে কোনো দল বা সংগঠন বাংলাদেশে নেই। 

Comparison: Rumor Scanner

মূলত, সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে সৃষ্ট সহিংসতা ও সংঘাতের ঘটনাপ্রবাহের মধ্যে ‘ছাত্রীলীগকে ভোগ করতে চাই কেন জনতা প্রশ্ন এই ছেলের’ শীর্ষক তথ্যে বা শিরোনামে ‘ডেইলি বাংলাদেশ’ এর লোগো সম্বলিত ফটোকার্ড ইন্টারনেটে প্রচার করা হয়েছে। কিন্তু রিউমর স্ক্যানার যাচাই করে দেখেছে, উক্ত দাবিতে ‘ডেইলি বাংলাদেশ’কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি।

সুতরাং, ‘ছাত্রীলীগকে ভোগ করতে চাই কেন জনতা প্রশ্ন এই ছেলের’ শীর্ষক তথ্যে বা শিরোনামে ‘ডেইলি বাংলাদেশ’ লোগো ব্যবহার করে ইন্টারনেটে প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img