কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তী সংঘাত ও সংঘর্ষের ঘটনাপ্রবাহের মধ্যে গত ০৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারের পদত্যাগের এক দফা দাবির ঘোষণা এবং গতকাল (০৪ আগস্ট) থেকে সারাদেশে অসহযোগ আন্দোলনের ডাক দেয় কোটা সংস্কার আন্দোলনকারীরা। এরই প্রেক্ষিতে, আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও বাকের মজুমদার এর ছবি যুক্ত করে ‘বোরকা পড়ে ঢাকা ছাড়লেন তিন সমন্বয়ক’ শীর্ষক শিরোনামে জাতীয় দৈনিক কালবেলা’র ফটোকার্ডের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ‘বোরকা পড়ে ঢাকা ছাড়লেন তিন সমন্বয়ক’ শীর্ষক দাবিতে কালবেলা বা অন্য কোনো গণমাধ্যম কোনো প্রতিবেদন বা ফটোকার্ড প্রকাশ করেনি বরং, কালবেলা’র ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে শিরোনাম পরিবর্তন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটি কালবেলা’র ফেসবুক পেজে প্রকাশিত ফটোকার্ডের ডিজাইনের আদলে তৈরি করা হয়েছে। আলোচিত ফটোকার্ডটিতে প্রকাশের তারিখ হিসেবে ০৪ আগস্ট ২০২৪ উল্লেখ রয়েছে।
আলোচিত দাবিটির সত্যতা যাচাইয়ে ফটোকার্ডটিতে থাকা লোগোর সূত্র ধরে কালবেলা’র ভেরিফাইড ফেসবুক পেজ ও ওয়েবসাইট পর্যবেক্ষণ করে ০৪ আগস্ট প্রকাশিত উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে গণমাধ্যমটির ফেসবুক পেজে গত ২৮ জুলাই “তিন সমন্বয়ক টার্গেট ছিল সরকার পতন” শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।
উক্ত ফটোকার্ডের সঙ্গে আলোচিত দাবিতে ফেসবুকে প্রচারিত ফটোকার্ডটিতে ব্যবহৃত গ্রাফিক্যাল ডিজাইন ও সমন্বয়কদের ছবির মিল খুঁজে পাওয়া যায়। পরবর্তীতে এই ফটোকার্ডটির সাথে আলোচিত ফটোকার্ডটির তূলনামূলক বিশ্লেষণ করে রিউমর স্ক্যানার টিম। পর্যবেক্ষণে দেখা যায়, ফটোকার্ড দুটির ছবির মিল থাকলেও আলোচিত ফটোকার্ডের শিরোনাম ও শিরোনামে ব্যবহৃত ফন্টের সাথে কালবেলা’র ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডের ফন্টের ডিজাইনের মিল নেই।
আলোচিত ফটোকার্ডটির শিরোনামে “তিন সমন্বয়ক টার্গেট ছিল সরকার পতন” বাক্যাংশের পরিবর্তে “বোরকা পড়ে ঢাকা ছাড়লেন তিন সমন্বয়ক” বাক্যাংশটি যুক্ত করা হয়েছে।
যা থেকে স্পষ্টতই প্রতীয়মান হয় যে, কালবেলা’র ফেসবুক পেজে প্রকাশিত ফটোকার্ডটিকে ডিজিটাল প্রযুক্তির সাহায্যে সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
একইদিনে অর্থাৎ গত ২৮ জুলাই কালবেলা’র ওয়েবসাইটে “তিন সমন্বয়ক টার্গেট ছিল সরকার পতন” শিরোনামে প্রকাশিত এই সংক্রান্ত একটি সংবাদ প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে এই তিনজন সমন্বয়কের সাথে কয়েকটি রাজনৈতিক সংগঠনের যোগসাজশ রয়েছে এবং আন্দোলনের শুরু থেকে তাদের রাজনৈতিক উদ্দেশ্য ছিলো বলে দাবি করা হয়।
এছাড়াও, গতকাল (০৪ আগস্ট) কালবেলা সমন্বকদের নিয়ে এমন কোনো সংবাদ ও ফটোকার্ড প্রকাশ করেনি বলে কালবেলা’র অফিশিয়াল ফেসবুক পেজে একটি ফটোকার্ডের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
মূলত, গত ২৮ জুলাই কালবেলা’র ফেসবুক পেজে “তিন সমন্বয়ক টার্গেট ছিল সরকার পতন” শীর্ষক শিরোনামে একটি ফটোকার্ড প্রকাশিত হয়। পরবর্তীতে উক্ত ফটোকার্ডটিকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পদনার মাধ্যমে শিরোনাম পরিবর্তন করে “বোরকা পড়ে ঢাকা ছাড়লেন তিন সমন্বয়ক” শীর্ষক শিরোনামে প্রচার করা হয়।
সুতরাং, কোটা সংস্কার আন্দোলনের তিন সমন্বয়ককে জড়িয়ে ‘বোরকা পড়ে ঢাকা ছাড়লেন তিন সমন্বয়ক’ শীর্ষক শিরোনামে প্রচারিত মন্তব্যটি বানোয়াট এবং উক্ত দাবিতে কালবেলা’র নামে প্রচারিত ফটোকার্ডটি এডিটেড বা সম্পাদিত।
তথ্যসূত্র
- Kalbela Facebook Post: তিন সমন্বয়ক টার্গেট ছিল সরকার পতন
- Kalbela website: তিন সমন্বয়ক টার্গেট ছিল সরকার পতন
- Kalbela Facebook Post: কালবেলার নামে তিন সমন্বয়ক পলাতক নিয়ে ভুয়া খবর
- Rumor Scanner’s Own Analysis