যমুনা টিভির ভুয়া ফটোকার্ডে বায়তুল মোকাররমকে জড়িয়ে ইসকন নেতাদের নামে অপপ্রচার

সম্প্রতি, ‘এবার জাতীয় মসজিদ ‘বাইতুল মোকাররমকে’ রামের প্রাচীন ‘রত্নগিরি’ মন্দিরের জায়গায় নির্মিত বলে দাবি করলেন ইসকন সনাতন নেতারা।’ শীর্ষক শিরোনামে বেসরকারি ইলেকট্রনিক সংবাদমাধ্যম যমুনা টেলিভিশন এর লোগো সম্বলিত একটি ফটোকার্ড ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘এবার জাতীয় মসজিদ ‘বাইতুল মোকাররমকে’ রামের প্রাচীন ‘রত্নগিরি’ মন্দিরের জায়গায় নির্মিত বলে দাবি করলেন ইসকন সনাতন নেতারা।’ শীর্ষক শিরোনামে মূলধারার ইলেকট্রনিক সংবাদমাধ্যম যমুনা টিভি কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি এবং ইসকন নেতারা এমন কোনো দাবিও করেননি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যমুনা টিভির লোগো ব্যবহার করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। পর্যবেক্ষণে দেখা যায়, ফটোকার্ডটিতে যমুনা টিভির লোগো রয়েছে।

দাবির সত্যতা যাচাইয়ে যমুনা টিভির ভেরিফাইড ফেসবুক পেজে প্রচারিত সংবাদ ও ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও যমুনা টিভি’র ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল বা অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবির সপক্ষে কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। 

তাছাড়া, যমুনা টিভির পেজে প্রচারিত ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামে ব্যবহৃত ফন্টের ভিন্নতা পরিলক্ষিত হয়।

Photocard Comparison: Rumor Scanner

সুতরাং,‘এবার জাতীয় মসজিদ ‘বাইতুল মোকাররমকে’ রামের প্রাচীন ‘রত্নগিরি’ মন্দিরের জায়গায় নির্মিত বলে দাবি করলেন ইসকন সনাতন নেতারা।’ শীর্ষক শিরোনামে যমুনা টিভির নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img