আবুল হায়াতের ছবিটি ১৯৮৬ সালে লন্ডনে তোলা

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতা আবুল হায়াতের একটি ছবি ছড়িয়ে পড়েছে। আবুল হায়াতের মেয়ে এবং অভিনেত্রী বিপাশা হায়াতের নামে চালু থাকা একটি ফেসবুক পেজ থেকে ছবিটি পোস্ট করে দাবি করা হয়, এটি ১৯৭৫ সালে দিল্লীতে তোলা। 

আবুল হায়াতের ছবিটি

পোস্টটি দেখুন এখানে (আর্কাইভ)। 

একই দাবিতে আরো কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

চ্যানেল ঢাকা নামে স্যাটায়ার একটি পেজেও একই পোস্ট করার পর তা ব্যাপকভাবে শেয়ার হচ্ছে। পোস্টটি দেখুন এখানে (আর্কাইভ)।

একই দাবি আবুল হায়াতের নামে চালু থাকা একটি ফেসবুক পেজের পোস্টের বরাতে গণমাধ্যমেও প্রচার করা হয়েছে৷ গণমাধ্যমগুলোর প্রতিবেদন দেখুন সময় টিভি, নতুন সময়। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আবুল হায়াতের এই ছবিটি ১৯৭৫ সালে দিল্লীতে তোলা নয় বরং ছবিটি ১৯৮৬ সালে লন্ডনে তোলা বলে রিউমর স্ক্যানারকে জানিয়েছেন আবুল হায়াত। তাছাড়া বিপাশা হায়াত নামের পেজটিও ভুয়া পেজ। 

এ বিষয়ে অনুসন্ধানে বিপাশা হায়াত নামের পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ২০১৬ সালে চালু হওয়া পেজটির ফলোয়ার সংখ্যা সাড়ে তিন লক্ষেরও অধিক। পেজটি বাংলাদেশ থেকে তিন জন নিয়ন্ত্রণ করছেন। পেজটির নাম শুরু থেকেই বিপাশা হায়াতই রয়েছে।  

Screenshot collage: Rumor Scanner

আমরা এ বিষয়ে কথা বলেছি বিপাশা হায়াতের স্বামী এবং নাট্য নির্মাতা তৌকির আহমেদের সাথে। তিনি আমাদের জানিয়েছেন, বিপাশা হায়াতের নামে চালু থাকা এই পেজটি ভুয়া৷ 

অর্থাৎ আবুল হায়াতের ছবিটি বিপাশা হায়াতের নামে চালু থাকা ভুয়া একটি পেজ থেকে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানে বিপাশার একটি ভেরিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পাওয়া যায়, যাতে গত ১০ আগস্ট এক পোস্টে বিপাশা জানান, তিনি ফেসবুক ব্যবহার করেন না। কিছু ফেসবুক অ্যাকাউন্টের স্ক্রিনশট দেখিয়ে তিনি জানান যে এগুলো ভুয়া অ্যাকাউন্ট। 

তবে বিপাশার নামে একটি ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। ২০২৩ সালের জুলাইতে তিনি এই অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জানান যে তার এটিই একমাত্র ফেসবুক অ্যাকাউন্ট। বাকিসব পেজ এবং অ্যাকাউন্ট ভুয়া। 

ফেসবুকে বিপাশা হায়াতের নামে চালু আছে এমন এক লক্ষাধিক ফলোয়ার সম্বলিত আরেকটি পেজের সন্ধান পেয়েছে রিউমর স্ক্যানার৷ তবে এই পেজের অ্যাবাউট সেকশনে উল্লেখ রয়েছে যে পেজটি বিপাশা হায়াতের তৈরি নয়। তার একজন শুভাকাঙ্ক্ষী এটি পরিচালনা করছেন। এই পেজটি থেকে অবশ্য ২০১৫ সালের পর আর কোনো পোস্ট করা হয়নি৷ 

 

আলোচিত ছবিটির বিষয়ে ওপেন সোর্সে কোনো নির্ভরযোগ্য তথ্য না পেয়ে রিউমর স্ক্যানারের পক্ষ থেকে আবুল হায়াতের সাথে যোগাযোগ করা হয়। তিনি জানান, “ছবিটি ১৯৮৬ সালে লন্ডনে তোলা। আমরা সেবার রবীন্দ্রনাথ ঠাকুরের ১২৫ তম জন্মদিন উপলক্ষে লন্ডনে নাটক করতে গিয়েছিলাম, দলপ্রধান ছিলেন আতাউর রহমান। ছবিতে আমার পাশে রয়েছেন লাকি ইনাম, পেছনে বসে নিমা রহমান।”

আবুল হায়াত নামের পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ২০১৬ সালে চালু হওয়া পেজটির ফলোয়ার সংখ্যা প্রায় ১৫ হাজার। পেজটি বাংলাদেশ থেকে দুইজন নিয়ন্ত্রণ করছেন। পেজটির নাম শুরু থেকেই আবুল হায়াতই রয়েছে।

আবুল হায়াত রিউমর স্ক্যানারকে জানান, এই পেজটি ভুয়া, তার দ্বারা পরিচালিত নয়৷

সুতরাং, ১৯৮৬ সালে লন্ডনে তোলা আবুল হায়াতের ছবিকে ১৯৭৫ সালে দিল্লীতে তোলা ছবি দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

  • Statement from Abul Hayat
  • Statement from Tauquir Ahmed
  • Rumor Scanner’s own analysis 

হালনাগাদ/ Update

১০ সেপ্টেম্বর, ২০২৪ : এই প্রতিবেদন প্রকাশ পরবর্তী সময়ে কতিপয় গণমাধ্যমে একই দাবি সম্বলিত প্রতিবেদন আমাদের নজরে আসার প্রেক্ষিতে উক্ত প্রতিবেদনগুলোকে দাবি হিসেবে যুক্ত করা হলো।

আরও পড়ুন

spot_img