ক্ষমতাচ্যুতি নিয়ে শেখ হাসিনার লেখা দাবিতে ভুয়া খোলা চিঠি ভাইরাল

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের গণআন্দোলনের মুখে গত ০৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে যে শেখ হাসিনা জনগণের উদ্দেশ্যে একটি খোলা চিঠি দিয়েছেন। গত ৭ই আগস্ট দিল্লি থেকে এই চিঠি পাঠানো হয় বলে দাবি করা হচ্ছে। কথিত এই চিঠিতে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন বলে উল্লেখ রয়েছে। 

উক্ত দাবিতে গণমাধ্যমের প্রতিবেদন দেখুন ডয়চে ভেলে, ভয়েস অফ আমেরিকা বাংলা, প্রথম আলো, দ্য ডেইলি স্টার, সময় টিভি, কালবেলা, বিডিনিউজ২৪, আজকের পত্রিকা, যমুনা টিভি, যুগান্তর, সমকাল, ইনডিপেনডেন্ট টিভি, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, কালের কণ্ঠ, বণিক বার্তা, দৈনিক বাংলা, ইত্তেফাক, খবরের কাগজ, ভোরের কাগজ, সময়ের আলো, যায়যায়দিন, ইনকিলাব, জনকণ্ঠ, আরটিভি, এনটিভি, প্রতিদিনের বাংলাদেশ, প্রতিদিনের সংবাদ, মানবজমিন, বাংলা ট্রিবিউন, ঢাকা ট্রিবিউন, ঢাকা পোস্ট, বাংলাভিশন, চ্যানেল২৪, নিউ এজ, চ্যানেল আই (ইউটিউব), নিউজ২৪, নাগরিক টিভি, নয়া দিগন্ত, ডেইলি সান, ডেইলি অবজারভার, বাংলানিউজ২৪, সকাল সন্ধ্যা, নিউজবাংলা২৪, দ্য ডেইলি ক্যাম্পাস, বাংলাদেশ প্রতিদিন, দেশ রূপান্তর, ভোরের পাতা, মানবকণ্ঠ, দৈনিক করতোয়া, একুশে টিভি, দীপ্ত টিভি, ঢাকা টাইমস২৪, আমার সংবাদ, নয়া শতাব্দী, এটিএন বাংলা, বাংলাদেশ বুলেটিন, আলোকিত বাংলাদেশ, বিজনেস পোস্ট, ডেইলি বাংলাদেশ, ঢাকা প্রকাশ, ঢাকা মেইল, আমাদের সময়, দৈনিক আমাদের সময়, আজকালের খবর, বাংলাদেশ টুডে, অর্থসূচক, বাংলাদেশ জার্নাল, বাংলা আউটলুক, বাংলাদেশ পোস্ট, সাম্প্রতিক দেশকাল, একুশে পত্রিকা, ডেইলি মেসেঞ্জার, জনবাণী, জাগোনিউজ২৪, দ্য রিপোর্ট লাইভ, সংবাদ, আজকের দর্পণ, নিউজজি২৪, জুম বাংলা, খোলা কাগজ, খবর সংযোগ, বিবার্তা২৪, রেডিও টুডে, বাংলাদেশ মোমেন্টস, বিডি২৪লাইভ, দৈনিক শিক্ষা, সময়ের খবর, সংবাদ প্রকাশ, মিরর এশিয়া, পদ্মা নিউজ২৪, জনমত, সংবাদ সারাবেলা, অধিকার বিডি, অর্থ সংবাদ, বাহান্ন নিউজ, ডেল্টা টাইমস, বিডি২৪রিপোর্ট, সোনালী নিউজ, একুশে সংবাদ, বার্তা বাজার, সংবাদ প্রকাশ, বায়ান্ন টিভি, গ্লোবাল টিভি

একই দাবিতে গণমাধ্যমের ফেসবুক পেজের পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।  

একই দাবিতে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন দেখুন দ্য প্রিন্ট, ইকোনমিক টাইমস, এই মুহূর্তে, পুবের কলম।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে কোনো খোলা চিঠি দেননি বরং ফেসবুক থেকে ভারতীয় গণমাধ্যম হয়ে বাংলাদেশের গণমাধ্যমে ভুয়া এই চিঠির তথ্য প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে সামাজিক মাধ্যমে চিঠিটির উৎস অনুসন্ধান করতে গিয়ে দেখা যায়, গত ০৫ আগস্ট বিকেল ৪ টা ৩৫ মিনিটে মোঃ রাকিব আকন নামে এক ব্যক্তি কর্তৃক এ বিষয়ে করা সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়।

Screenshot: Facebook

পরবর্তীতে ভারতের আগরতলা ভিত্তিক দৈনিক পত্রিকা ‘ত্রিপুরা ভবিষ্যত’ এর প্রিন্ট সংস্করণেও এটি চিঠি আকারে তারিখ উল্লেখসহ প্রকাশের পর উক্ত প্রিন্ট সংস্করণের স্ক্রিনশট ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

Screenshot: Facebook

যদিও পত্রিকা কর্তৃপক্ষ রিউমর স্ক্যানারের কাছে এটি তাদের পত্রিকায় ছাপা হয়নি বলে অস্বীকার করেছে। তবে পারিপার্শ্বিক বিষয় বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া যাচ্ছে যে এটি উক্ত পত্রিকাতেই প্রকাশিত হয়েছে। 

বাংলাদেশের গণমাধ্যমে এ বিষয়ে কোনো সংবাদ সে সময় পাওয়া না গেলেও গতকাল (১১ আগস্ট) ভারতের একাধিক গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশের পর এসব গণমাধ্যমের সূত্রে খবরটি বাংলাদেশের প্রায় সকল গণমাধ্যমই প্রচার করার প্রমাণ পেয়েছে রিউমর স্ক্যানার। অধিকাংশ গণমাধ্যমই সূত্র হিসেবে ভারতের দ্য প্রিন্ট এবং ইকোনমিক টাইমসের বরাত দিয়েছে৷ তবে এই দুই গণমাধ্যমসহ ভারতের কোনো গণমাধ্যমই কথিত চিঠিটির মূল উৎস সম্পর্কে জানাতে পারেনি। দ্য প্রিন্ট দাবি করেছে, শনিবার (১০ আগস্ট) এই চিঠি বা বার্তাটি শেখ হাসিনা আওয়ামী লীগ সমর্থকদের উদ্দেশ্যে পাঠিয়েছেন। অথচ এর পাঁচদিন পূর্ব থেকেই কথিত এই বার্তা ফেসবুকে পাওয়া যাচ্ছিল। 

রিউমর স্ক্যানারের পক্ষ থেকে আমরা ইকোনমিক টাইমস এবং দ্য প্রিন্টের সংশ্লিষ্ট দুই সাংবাদিককে জিজ্ঞেস করেছিলাম এই চিঠির উৎস বিষয়ে। তবে তারা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। একই সময়ে শেখ হাসিনার দুই সন্তান সজীব ওয়াজেদ জয় এবং সায়মা ওয়াজেদ পুতুলকেও বিষয়টি অবহিত করে সত্যতা জানার চেষ্টা করেছে রিউমর স্ক্যানার। পরবর্তীতে জয় নিশ্চিত করেছেন, কথিত এই চিঠিটি তার মায়ের লেখা নয়। জয় বলছেন, “আমার মায়ের পদত্যাগের বিবৃতি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি তার সাথে কথা নিশ্চিত হয়েছি যে তিনি ঢাকা ছাড়ার আগে বা পরে কোনো বক্তব্য দেননি।”

সুতরাং, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের উদ্দেশ্যে একটি খোলা চিঠি দিয়েছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র 

  • Sajeeb Wazed: X Post
  • Rumor Scanner’s own analysis 

হালনাগাদ/ Update

১২ আগস্ট, ২০২৪ : এই প্রতিবেদন প্রকাশ পরবর্তী সময়ে একাধিক গণমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্লাটফর্মে একই দাবি সম্বলিত সংবাদ, ভিডিও, পোস্ট আমাদের নজরে আসার প্রেক্ষিতে সেসব কন্টেন্টকে প্রতিবেদনে দাবি হিসেবে যুক্ত করা হলো।

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img