দাবি করা হচ্ছে, কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে ‘ভার্চুয়াল গেস্টরুমে অতিষ্ঠ হয়ে পদত্যাগ করলেন ঢাবি ভিসি, বললেন সরকারের মায়েরে বাপ’ শিরোনামে সংবাদ প্রচার করেছে দ্য ডেইলি স্টার।
ফেসবুক পোস্ট এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্ট
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, দ্য ডেইলি স্টার এমন কোনো সংবাদ প্রচার করেনি। দ্য ডেইলি স্টারের ওয়েবসাইটে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৯তম উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল’ শিরোনামে গত ১৫ অক্টোবর ২০২৩ প্রচারিত একটি সংবাদকে সম্পাদিত করে শিরোনাম পরিবর্তন উক্ত সংবাদটি প্রচার করা হয়েছে। এ বিষয়ে দ্য ডেইলি স্টার এর অফিশিয়াল ফেসবুক পেজে গতকাল একটি ফটোকার্ডের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। এছাড়াও, দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের বিষয়ে কোনো খবর সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, দ্য ডেইলি স্টার এর ওয়েবসাইটের একটি সংবাদকে সম্পাদিত করে ঢাবি ভিসি পদত্যাগ করলেন শীর্ষক একটি দাবি প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
বিঃদ্রঃ দেশের চলমান উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় প্রথাগত পদ্ধতির পরিবর্তে দ্রুততম সময়ে সংক্ষিপ্ত আকারে ফ্যাক্টচেক প্রকাশের উদ্যোগ হিসেবে এই ফ্যাক্টচেকটি প্রকাশিত হলো।
তথ্যসূত্র
- The Daily Star: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৯তম উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল
- The Daily Star: Facebook Post
- Rumor Scanner’s own analysis