“ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ পুতুল” এরকম শিরোনামে সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরে এবং কয়েকটি ভুঁইফোড় অনলাইন পোর্টালেও তথ্যটি প্রকাশিত হয় ।
মূল ঘটনা : আওয়ামীলীগের দুই নেতার হাত থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করছেন দাবী করে যে ছবিটি ভাইরাল করা হচ্ছে সে ছবিটি এখনকার নয়, মূলত এটি প্রায় আড়াই বছর আগের ছবি যখন সায়মা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপদেষ্টা নির্বাচিত হন ।
ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে আওয়ামীলীগের কোন প্রার্থী এখনো চূড়ান্ত হয় নি বলে নিশ্চিত করেছেন দলটির একাধিক দায়িত্বশীল সূত্র।
অর্থাৎ, সায়মা ওয়াজেদ পুতুলের মনোনয়ন প্রাপ্তির সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং গুজব ।
[su_box title=”Summary” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ পুতুল
- Claimed By: Facebook Post
- Fact Check: False
[/su_box]