বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নামে ফেসবুকে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার

সম্প্রতি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ সম্প্রতি আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েকটি পদে জরুরী নিয়োগ দিচ্ছে দাবিতে কিছু পোস্ট সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার। এসব পোস্টে উল্লিখিত পদগুলো হলো- চেকপোষ্ট অফিসার, পাসপোর্ট চেকার, ফ্লাইট স্টুয়ার্ড। এই বিষয়ে আগ্রহী প্রার্থীদের সিভি অথবা সার্টিফিকেট, এনআইডি কার্ড অথবা জন্মনিবন্ধন,দুই কপি পাসপোর্ট সাইজের ছবি পোস্টগুলোর সাথে দেওয়া হোয়াটসঅ্যাপ লিংকে পাঠানোর জন্য বলা হয়েছে।

উক্ত দাবিতে ‘BDJobs.Com’ নামক ফেসবুক পেজে নভেম্বরের শুরু থেকে প্রচারিত কয়েকটি পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কথিত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ প্রকাশ করেনি বরং, আলোচিত বিজ্ঞপ্তিটি ভুয়া বলে বাংলাদেশ বিমানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

এই বিষয়ে অনুসন্ধানের শুরুতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফেসবুক পেজ ও  ওয়েবসাইটে সম্প্রতি এমন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তথ্য পাওয়া যায়নি। 

তবে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসিয়াল ফেসবুক পেজ ‘Biman Bangladesh Airlines

পর্যবেক্ষণ করে গত ০৭ নভেম্বর এই বিষয়ে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।

Screenshot: Biman Bangladesh Airlines (Facebook)

বিজ্ঞপ্তিটিতে বলা হয়, ‘বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দেখে এসবের ফাঁদে না জড়ানোর জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হলো। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি বিমানের নিজস্ব ওয়েবসাইট www.biman.gov.bd এবং প্রথম সারির জাতীয় দৈনিকে প্রকাশ করে থাকে। প্রতিযোগীগণ কয়েক ধাপে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে নিয়োগ লাভ করেন। স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় সকল ধরনের সুপারিশ/তদবীর প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচনা করা হয়।’

আরও বলা হয়েছে, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর নাম ও লোগো ব্যবহার করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

এছাড়া, বিজ্ঞপ্তিটিতে ‘বিমানের সঠিক নিয়োগ বিজ্ঞপ্তি জানার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইট লিংক(https://biman.gov.bd/site/view/jobs/-) ভিজিট করার অনুরোধ করা হয়েছে।

সুতরাং, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নামে আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েকটি পদে নিয়োগ দাবিতে ইন্টারনেটে একটি নিয়োগ বিজ্ঞপ্তিপ্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

  • Biman Bangladesh Airlines: Facebook Post
  • Rumor Scanner’s Own Analysis

আরও পড়ুন

spot_img