সম্প্রতি, “রমজান উপলক্ষে সরকার সবাইকে বিকাশে ২০,০০০ টাকা দিচ্ছে” শীর্ষক দাবিতে একটি তথ্য ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।
উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।
যা দাবি করা হচ্ছে
রমজান উপলক্ষে সরকারের পক্ষ থেকে সবাইকে বিকাশে ২০,০০০ টাকা করে দেওয়া হচ্ছে। টাকা প্রাপ্তির জন্য ফোনে একটি ওয়েবসাইটে প্রবেশ করে সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে কিছু ধাপ পার করার পর সেখানে থাকা রেজিস্ট্রেশন লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করার কয়েক ঘন্টা পর বিকাশে টাকা পাঠানো হবে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রমজান উপলক্ষে সরকারের পক্ষ থেকে সবাইকে বিকাশে ২০,০০০ টাকা দেওয়ার দাবিটি সত্য নয় বরং ভুয়া ওয়েবসাইট তৈরি করে প্রতারণার উদ্দেশ্যে এমন প্রলোভন দেখানো হচ্ছে।
অনুসন্ধানের শুরুতে সরকার থেকে ২০,০০০ টাকা প্রলোভন দেখানোর ওয়েবসাইটে প্রবেশ করে রিউমর স্ক্যানার টিম।
ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর বাম পাশে থাকা থ্রি ডট ম্যানু বাটনে ক্লিক করতে বলা হয়। ক্লিক করার পর নতুন একটি ম্যানু বার আসে।
এবার ম্যানু বারে থাকা ‘Government’’ অপশনটি ক্লিক করতে বলা হয়। এই বাটনে ক্লিক করার পর নতুন একটি ওয়েবপেজে নিয়ে যাওয়া হয়।
ওয়েবপেজটিতে ক্লিক করলে নতুন আরেকটি ওয়েবপেজ আসে। ওয়েবপেজটি স্ক্রল করার পর ‘Government Help 20000 Taka:’ এই অংশে ক্লিক করতে বলা হয়।
ক্লিক করার পর ‘myGov’ নামক একটি ওয়েবসাইটে নাম এবং ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে বলা হয়।
রেজিস্ট্রেশন করার পরবর্তী ধাপে এসএমএসের মাধ্যমে মোবাইল ফোনে একটি ওটিপি কোড আসে।
ওটিপি কোড বসিয়ে সাবমিট করার পরবর্তী কয়েক ঘন্টা পর বিকাশে টাকা আসার কথা বলা হয়। তবে কয়েক ঘন্টা অপেক্ষা করার পরও কোনো টাকা আসেনি।
এছাড়া, বাংলাদেশ সরকার কর্তৃক রমজান উপলক্ষে ২০০০০ টাকা প্রদানের কোনো তথ্য গণমাধ্যম বা সরকারের কোনো সূত্রে জানা যায়নি।
অর্থাৎ, উপরোক্ত তথ্য উপাত্ত পর্যালোচনা করলে এটা স্পষ্ট যে, এটি একটি ভুয়া প্রচারণা।
মূলত, রমজান উপলক্ষে সরকারের পক্ষ থেকে সবাইকে বিকাশ নাম্বারে ২০,০০০ টাকা দেওয়া হচ্ছে দাবিতে ইন্টারনেটে একটি প্রচারণা চালানো হচ্ছে। তবে উক্ত ক্যাম্পেইনের লিংকে ঢুকে প্রদত্ত সকল ধাপ অতিক্রম করে দেখা যায় সেখানে কোনো টাকা দেওয়া হচ্ছে না । প্রকৃতপক্ষে সরকারের পক্ষ থেকে টাকা দেওয়া হচ্ছে দাবিতে ভুয়া ওয়েবসাইট তৈরি করে প্রতারণার উদ্দেশ্যে এই প্রচারণাটি পরিচালনা করা হচ্ছে।
সুতরাং, রমজান উপলক্ষে সরকার সবাইকে বিকাশে ২০,০০০ টাকা দিচ্ছে দাবিতে ইন্টারনেটে প্রচারিত বিষয়টি সম্পূর্ণ ভুয়া ও প্রতারণামূলক।
তথ্যসূত্র
- Tamil nesan Online : Website Analysis
- Rumor Scanner Own Analysis