জিয়াউর রহমানকে জড়িয়ে সিমরিন লুবাবার বিষয়ে ভুয়া মন্তব্য যমুনার নকল ফটোকার্ডে প্রচার

সম্প্রতি, “জিয়াউর রহমান যুদ্ধ না করলে স্বাধীন বাংলাদেশ পেতাম না” শীর্ষক একটি মন্তব্যকে বাংলাদেশের শিশু মডেল ও অভিনেত্রী সিমরিন লুবাবার মন্তব্য দাবিতে বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “জিয়াউর রহমান যুদ্ধ না করলে স্বাধীন বাংলাদেশ পেতাম না” শীর্ষক মন্তব্য সিমরিন লুবাবা করেননি এবং যমুনা টিভিও এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি বরং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে যমুনা টিভির লোগো বসিয়ে ভুয়া ফটোকার্ড তৈরি করে সিমরিন লুবাবার নামে প্রচার করা হয়েছে। 

লুবাবার কথিত এই মন্তব্যের বিষয়টি অন্তত গত ০১ নভেম্বর থেকে ফেসবুকে প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার। 

Screenshot: Facebook 

আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে যমুনা টিভির লোগো দেখা যায়। তবে উক্ত ফটোকার্ডটি প্রকাশের কোনো তারিখ উল্লেখ করা হয়নি। পরবর্তীতে উক্ত লোগোর সূত্র ধরে যমুনা টিভির অফিশিয়াল ফেসবুক পেজে অনুসন্ধান করে এমন কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, যমুনা টিভির অফিশিয়াল ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও এ সংক্রান্ত কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি। 

তাছাড়া, যমুনা টিভি কর্তৃক প্রকাশিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের মধ্যে পার্থক্য রয়েছে। এছাড়া ফটোকার্ড দুটির ডিজাইনেও পার্থক্য রয়েছে।

Photocard Comparison by Rumor Scanner

যমুনা টিভির চিফ নিউজ এডিটর তৌহিদুল ইসলাম রিউমর স্ক্যানারকে জানিয়েছেন, যমুনায় এমন কোনো ফটেকার্ড বা সংবাদ প্রকাশিত হয়নি।

পরবর্তী অনুসন্ধানে দেশীয় গণমাধ্যম বা সংশ্লিষ্ট কোনো নির্ভরযোগ্য সূত্রে উক্ত দাবির পক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।

ফেসবু্কে লুবাবার ফেসবুক পেজ এবং অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে জিয়াউর রহমান নিয়ে তাকে কোনো মন্তব্য করতে দেখা যায়নি। 

পরবর্তীতে আলোচিত মন্তব্যটির বিষয়ে জানতে চাইলে লুবাবার মামা অর্ণব হাসান উৎস রিউমর স্ক্যানারকে জানিয়েছেন যে, লুবাবা এমন কোনো মন্তব্য করেননি।

লুবাবা জিয়াউর রহমানকে নিয়ে এমন মন্তব্য না করলেও তাকে শেখ মুজিবুর রহমানকে নিয়ে মন্তব্য করার প্রমাণ পাওয়া যায়। মূলধারার গণমাধ্যম সময়ের কণ্ঠস্বর এর ফেসবুক পেজে ২০২৩ সালের ১৪ অক্টোবর প্রকাশিত একটি ভিডিওতে তাকে শেখ মুজিবুর রহমানকে নিয়ে বলতে শোনা যায়, “বঙ্গবন্ধু রক্ত না দিলে বাংলাদেশ থাকতো না।”

উল্লেখ্য, জিয়াউর রহমানকে নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সমজাতীয় মন্তব্য করার তথ্য পাওয়া যায়। বাংলা ট্রিবিউনের ওয়েবসাইটে ২০২১ সালের ০৭ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, মির্জা ফখরুল সেদিন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাইলট মডেল উচ্চ বিদ্যালয় হল রুমে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় ‘জিয়াউর রহমান ঘোষণা না দিলে মুক্তিযুদ্ধই শুরু হতো না’ বলে মন্তব্য করেছিলেন।

সুতরাং, “জিয়াউর রহমান যুদ্ধ না করলে স্বাধীন বাংলাদেশ পেতাম না” শীর্ষক মন্তব্যকে সিমরিন লুবাবার মন্তব্য দাবিতে ফেসবুকে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা এবং প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img