“অক্টবারে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান, দেশের সকল বিশ্ববিদ্যালয় ও পালিটেকনিক ইনস্টিটিউট” এই শিরোনামে যমুনা টেলিভিশনের লোগো ও স্ক্রল ব্যবহার করে কিছু পাবলিক ফেসবুক গ্রুপসহ কয়েকটি আইডি হতে ভাইরাল করা হচ্ছে।

মূল ঘটনা, উল্লেখিত শিরোনামের কোন তথ্য যমুনা টিভিতে কখনোই প্রচার করা হয়নি, যা টিম রিউমর স্ক্যানারের অনুসন্ধানে উঠে এসেছে। অনুসন্ধানে দেখা যায় স্ক্রল ইডিট করে লিখা ‘অক্টোবরে’ ও ‘পলিটেকনিক’ বানান দুটিও ভুল লিখা হয়েছে। অক্টোবরে’র স্থলে লিখা হয়েছে ‘অক্টবারে’ আর পলিটেকনিকে’র স্থলে লিখা হয়েছে ‘পালিটেকনিক’। মূলত যমুনা টিভির স্ক্রল ইডিট করে তথ্যটি ফেসবুকে ভাইরাল করছে একটি অসাধু চক্র।
অর্থাৎ, যমুনা টিভির স্ক্রল ব্যবহার করে প্রচারিত অক্টোবরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার তথ্যটি সম্পূর্ণ গুজব ।
[su_box title=”Result” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: যমুনা টিভির স্ক্রলে অক্টবারে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান
- Claimed By: Facebook Post
- Fact Check: False
[/su_box]