Fact-Check: ফুলপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যু

ময়মনসিংহের ফুলপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় বাবা – মেয়ের হৃদয়বিদারক একটি আলোকচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং বাবা-মেয়ে দুইজনকেই মৃত বলে বিভিন্ন গ্রুপ, পেজ ও দায়িত্বশীল ব্যক্তির আইডি থেকে দাবী করা হচ্ছে ।

মূল ঘটনা : ময়মনসিংহের ফুলপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে শিশুসহ একই পরিবারের ৮ জন নিহতের ঘটনায় শিশুকে কোলে নিয়ে মাটিতে শুয়ে থাকা লোকটি(বাবা) জীবিত আছেন যা সংযুক্ত ছবির দ্বারা প্রমাণিত। পাশাপাশি Rumor Scanner টিম ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের থেকে বিষয়টি নিশ্চিত করেছে।

জীবিত বাবা

অর্থাৎ, ফুলপুরের মাইক্রোবাস দুর্ঘটনায় ভাইরাল ছবির মেয়েটি মারা গেছেন এবং বাবা জীবিত আছেন এবং শিরোনামের বিষয়টি গুজব ।

[su_box title=”Summary” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: ফুলপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যু!
  • Claimed By: Facebook Post
  • Fact Check: Partly True

[/su_box]

আরও পড়ুন

spot_img