Fact-Check: ছবির এই জালিমের বাচ্চা কেরালায় গর্ভবতী হাতিকে হত্যা করেছে

ভারতের কেরালায় গর্ভবতী হাতি হত্যার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিগত দুইদিন যাবত এই যুবকটির ছবি ব্যবহার করে নতুন আরেকটি বিষয় ভাইরাল হচ্ছে ।

যেখানে দাবি করা হচ্ছে ” এই সেই জালিম যে হাতিটিকে আনারসের মধ্যে বোম দিয়ে হত্যা করেছে ”

তবে, যুবকটিকে জরিয়ে ভাইরাল হওয়া দাবিটি পুরোপুরি মিথ্যা এবং গুজব ।

ছবিতে যে যুবকটিকে দেখতে পাচ্ছেন তার নাম মধু, সে মূলত ২০১৮ সালের ২৩ ফেব্রুয়ারি চুরির অপবাদে কেরেলা’তেই গণপিটুনিতে মারা গেছেন এবং ছবিটিও গণপিটুনির সময়কার ।

শুধুমাত্র কিছু লাইক, কমেন্ট বা শেয়ারের আশায় এমন ঘৃন্যতম অপবাদের বিষয় ভাইরাল করা সত্যিই অকল্পনীয় ।

অর্থাৎ এই যুবক ই সেই হাতিটিকে মেরেছে এই দাবিটি সম্পূর্ণ গুজব।

[su_box title=”Summary” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: ছবির এই জালিমের বাচ্চা কেরালায় গর্ভবতী হাতিকে হত্যা করেছে
  • Claimed By: Facebook Post
  • Fact Check: False

[/su_box]

আরও পড়ুন

spot_img