ভারতের কেরালায় গর্ভবতী হাতি হত্যার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিগত দুইদিন যাবত এই যুবকটির ছবি ব্যবহার করে নতুন আরেকটি বিষয় ভাইরাল হচ্ছে ।
যেখানে দাবি করা হচ্ছে ” এই সেই জালিম যে হাতিটিকে আনারসের মধ্যে বোম দিয়ে হত্যা করেছে ”
তবে, যুবকটিকে জরিয়ে ভাইরাল হওয়া দাবিটি পুরোপুরি মিথ্যা এবং গুজব ।
ছবিতে যে যুবকটিকে দেখতে পাচ্ছেন তার নাম মধু, সে মূলত ২০১৮ সালের ২৩ ফেব্রুয়ারি চুরির অপবাদে কেরেলা’তেই গণপিটুনিতে মারা গেছেন এবং ছবিটিও গণপিটুনির সময়কার ।
শুধুমাত্র কিছু লাইক, কমেন্ট বা শেয়ারের আশায় এমন ঘৃন্যতম অপবাদের বিষয় ভাইরাল করা সত্যিই অকল্পনীয় ।
অর্থাৎ এই যুবক ই সেই হাতিটিকে মেরেছে এই দাবিটি সম্পূর্ণ গুজব।
[su_box title=”Summary” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: ছবির এই জালিমের বাচ্চা কেরালায় গর্ভবতী হাতিকে হত্যা করেছে
- Claimed By: Facebook Post
- Fact Check: False
[/su_box]