সম্প্রতি, সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছবি দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি প্রচার করা হচ্ছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নামে প্রচারিত এই ছবিটি আসল নয় বরং ইন্টারনেট থেকে আমেরিকান সংগীত তারকা কোয়াভো এর একটি ছবি সংগ্রহ করে তা সম্পাদনার মাধ্যমে সেখানে কোয়াভো এর মাথার স্থলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মাথা বসিয়ে উক্ত ছবিটি তৈরি করা হয়েছে।
আলোচিত দাবির সত্যতা যাচাইয়ের জন্য ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে luvfafits নামক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ৮ অক্টোবরে প্রকাশিত একটি ছবি খুঁজে পাওয়া যায়।
উক্ত ছবির সাথে উক্ত আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির হুবহু মিল খুঁজে পাওয়া যায়।
উক্ত পোস্টের বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, ছবিতে থাকা ব্যক্তি হচ্ছেন আমেরিকান সংগীত তারকা কোয়াভো।
পরবর্তীতে Donda’s Place নামক এক্স অ্যাকাউন্টে (সাবেক টুইটার) ২০২১ সালের ২৩ নভেম্বরে প্রকাশিত পোস্ট থেকেও একই ছবিটি খুঁজে পাওয়া যায়।
মূলত, আমেরিকান সংগীত তারকা কোয়াভো’র একটি ছবি ২০২১ সাল থেকে ইন্টারনেটে বিদ্যমান। সম্প্রতি সেই ছবিটিতে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে কোয়াভোর মুখমণ্ডলের স্থলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মুখমণ্ডল যুক্ত করে প্রচার করা হচ্ছে।
সুতরাং, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নামে ফেসবুকে প্রচারিত এই ছবিটি এডিটেড বা বিকৃত।
তথ্যসূত্র
- luvfafits – Instagram Post
- Donda’s Place – X Post