শেখ হাসিনার ছবি হাতে লিওনেল মেসির ভাইরাল ছবিটি সম্পাদিত 

সম্প্রতি, আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি খেলার মাঠে দুহাত উঁচুতে তুলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবি নিয়ে সতীর্থদের সঙ্গে উল্লাস করছেন এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনার ছবি হাতে নিয়ে লিওনেল মেসি সতীর্থদের সঙ্গে উল্লাসের দৃশ্য দাবিতে প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, ২০২২ কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার জয়ের পর সতীর্থদের সঙ্গে মেসির উল্লাসের ছবিকে ডিজিটাল প্রযুক্তির সাহায্যে সম্পাদনার মাধ্যমে তাতে মেসির হাতে শেখ হাসিনার ছবির ফ্রেম যুক্ত করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে লিওনেল মেসির নামে পরিচালিত ওয়েবসাইট messi.com এ ‘LEO ON TARGET AS ARGENTINA TOPPLE MEXICO’ শীর্ষক শিরোনামে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন পাওয়া যায় যেটিতে সতীর্থদের সাথে নিয়ে মেসির উল্লাসের একটি ছবির সংযুক্তি দেখা যায়। 

Comparison: Rumor Scanner

উক্ত ছবিটির সাথে প্রচারিত ছবিটির তুলনা করলে দেখা যায়, আলোচিত ছবিতে থাকা শেখ হাসিনার ছবির ফ্রেম ব্যতীত ব্যকগ্রাউন্ড, মেসি ও তার সতীর্থের অবস্থানসহ সবকিছুর সাথে মেসির এই ছবিটির হুবহু সাদৃশ্য রয়েছে। অর্থাৎ মেসির এই ছবিতে মেসির হাতে শেখ হাসিনা কিংবা অন্য কোনো ব্যক্তির ছবির ফ্রেম নেই। যা প্রমাণ করে মেসির এই ছবিটি সম্পাদনা করেই আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।

ছবির সংবাদে উল্লেখ করা হয়, কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে গ্রুপে তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে আর্জেন্টিনা।

এছাড়া, টেলিগ্রাফি নামের কসোভো ভিত্তিক আলবেনিয়ান ভাষার ওয়েবসাইটে “Messi’s reaction after the victory over Mexico” শীর্ষক শিরোনামে ২০২২ সালে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনেও উক্ত ছবির সংযুক্তি পাওয়া যায়, তবে শেখ হাসিনার কোনো ছবি মেসির হাতে দেখা যায়নি।

পাশাপাশি, লিওনেল মেসির ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট ও আর্জেন্টিনা জাতীয় দলের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট-এ ২০২২ সালের ২৭ নভেম্বরে করা পোস্টেও সংযুক্ত দুহাত উঁচুতে তুলে সতীর্থদের সঙ্গে মেসির উল্লাসের ছবিটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির সাদৃশ্য লক্ষ্য করা যায়। তবে, কোনো ছবিতেই শেখ হাসিনাকে দেখতে পাওয়া যায়নি। 

সুতরাং, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির ফ্রেম হাতে লিওনেল মেসির উল্লাসের ভাইরাল ছবিটি এডিটেড বা সম্পাদিত।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img