বৃহস্পতিবার, মে 22, 2025

নববর্ষ উপলক্ষে সংসদ ভবনের ড্রোন শো’তে ‘চট করে ঢুকে যাব’ লেখাটি প্রদর্শিত হয়নি

গত ১৪ এপ্রিল সন্ধ্যায় বাংলা নববর্ষ উপলক্ষে জাতীয় সংসদ ভবনের সামনে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ড্রোন শো প্রদর্শন করা হয় যার মাধ্যমে জুলাই গণ–অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ফিলিস্তিনের প্রতি সংহতি এবং নববর্ষের শুভেচ্ছা জানানো হয়। এরই প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে উক্ত ড্রোন শো’তে প্রদর্শিত দৃশ্য দাবিতে একটি ছবি প্রচার করা হয়েছে যেখানে ‘চট করে ঢুকে যাব’ লেখাটি প্রদর্শিত হয়েছে। অর্থাৎ, দাবি করা হয়েছে উল্লিখিত ড্রোন শো’তে আলোচিত ছবিটির লেখাটিও প্রদর্শিত হয়েছে।

উক্ত ছবি সম্বলিত এরূপ ইনস্টাগ্রাম পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

আজকের ড্রোন শো’ দাবিতে উক্ত ছবি সম্বলিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এছাড়াও, উক্ত ড্রোন শো বিষয়ক একটি ইউটিউব ভিডিওর থাম্বনেলেও উক্ত ছবিটি ব্যবহার করা হয়েছে: দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ১৪ এপ্রিল মানিক মিয়া অ্যাভিনিউয়ে ড্রোন শো প্রদর্শনীতে আলোচিত ‘চট করে ঢুকে যাব’ শীর্ষক লেখাটিও প্রদর্শিত হওয়ার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আলোচিত লেখা সম্বলিত প্রচারিত ছবিটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে গত ১৪ এপ্রিল সন্ধ্যায় বাংলা নববর্ষ উপলক্ষে জাতীয় সংসদ ভবনের সামনে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ড্রোন শো প্রদর্শনীতে ‘চট করে ঢুকে যাব’ শীর্ষক লেখাটি প্রদর্শিত হওয়ার সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

জাতীয় দৈনিক প্রথম আলো’র ওয়েবসাইটে গত ১৪ এপ্রিলে “ড্রোন প্রদর্শনীতে ফুটে উঠল শোষণের খাঁচা ভেঙে জুলাই অভ্যুত্থান” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে ড্রোন শো’তে প্রদর্শিত দৃশ্যের স্থিরচিত্রগুলো পাওয়া যায়। তবে, তাতে আলোচিত ছবিটি পাওয়া যায়নি।

এছাড়াও, প্রথম আলো ও মূলধারার সংবাদমাধ্যম যায়যায়দিনের ইউটিউব চ্যানেলে গত ১৫ এপ্রিলে আলোচিত ড্রোন শো’টিতে প্রদর্শিত দৃশ্যের ভিডিও পাওয়া যায়। তবে, তাতেও আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির অস্তিত্ব পাওয়া যায়নি।

তাছাড়া, ড্রোন শো এর পুরো ভিডিও দাবিতে মূলধারার সংবাদমাধ্যম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ইউটিউব চ্যানেলেও গত ১৪ এপ্রিলে প্রকাশিত আরেকটি ভিডিও পাওয়া যায়। তবে, তাতেও আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি প্রদর্শিত হতে দেখা যায়নি। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে ‘চট করে ঢুকে যাব’ লেখা সম্বলিত ড্রোন শো’র স্থিরচিত্রটি প্রকৃতপক্ষে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে।

সুতরাং, গত ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে ঢাকায় ড্রোন শো প্রদর্শনীতে আলোচিত ‘চট করে ঢুকে যাব’ শীর্ষক লেখাটি প্রদর্শিত হওয়া সংক্রান্ত দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img