আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন ঘিরে ছাত্রদল, শিবির এবং এনসিপি ত্রিমুখী সংঘর্ষ হয়েছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ডাকসু নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল, শিবির এবং এনসিপির মধ্যে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের জুলাই মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারীদের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ধারণকৃত ভিডিওকে সম্প্রতি উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর একাধিক কী-ফ্রেম রিভার্স সার্চের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর ভেরিফায়েড ফেসবুক পেজে ২০২৪ সালের ১৫ জুলাই “ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ সন্ত্রাসীদের সশস্ত্র হামলা” শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওতে থাকা দৃশ্যের সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের হুবহু মিল রয়েছে।

উক্ত ভিডিও থেকে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে দ্যা ডেইলি স্টারের ওয়েবসাইটে আলোচিত বিষয়ে একই তারিখে অর্থাৎ ২০২৪ সালের ১৫ জুলাই “ঢাবিতে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া” শিরোনামে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, গত বছরের ১৫ জুলাই দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল এবং ভিসি চত্ত্বরে ছাত্রলীগের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
পাশাপাশি, সেসময়ে আলোচ্য বিষয়ে দেশিয় মূলধারার সংবাদমাধ্যমেও (সমকাল, যুগান্তর) খবর প্রকাশিত হয়েছে। যা থেকে একই তথ্যের সন্ধান পাওয়া যায়।
অর্থাৎ, উপরোক্ত পর্যালোচনায় এটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে, আলোচিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।
এছাড়া, সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন কোনো সংঘর্ষের খবর দেশিয় সংবাদমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্রে পাওয়া যায়নি।
সুতরাং, ডাকসু নির্বাচন ঘিরে ছাত্রদল, শিবির ও এনসিপির মধ্যে ত্রিমুখী সংঘর্ষের দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Bangladesh Jatiyotabadi Chatrodol: Facebook Video
- The Daily Star বাংলা: ঢাবিতে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া
- Samakal: আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ, আহত ২ শতাধিক
- Jugantor: ঢাবিতে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া