বাংলাদেশি নাগরিকদের জন্য দুবাইয়ের ভিসা বন্ধ হয়ে যাওয়ার দাবিটি মিথ্যা

সম্প্রতি, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘বাংলাদেশি নাগরিকদের জন্য দুবাই ভিসা বন্ধ হয়ে গেছে’ শীর্ষক একটি দাবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমনকিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে। 
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, দুবাইয়ে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ হয়নি বরং কোনোপ্রকার নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই দুবাইয়ে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ হয়ে গেছে শীর্ষক দাবিটি ফেসবুকে প্রচার করা হচ্ছে।  

কি ওয়ার্ড সার্চের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক পত্রিকা ‘Gulf News’ এ ২০১২ সালের ৩ অক্টোবর ‘No new UAE visas for Bangladeshis’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম। প্রতিবেদনটিতে বলা হয়,  ২০১২ সালে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশীদের জন্য ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধ করে দেয় সংযুক্ত আরব আমিরাত।

Source: Gulf News

পাশাপাশি কি ওয়ার্ড সার্চের মাধ্যমে, ২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি প্রকাশিত বাংলা নিউজ ২৪ এর একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে  জানা যায়, ২০১২ সালের পর থেকে শ্রমিক ভিসা ছাড়া অন্যন্যা ভিসা চালু আছে বাংলাদেশীদের জন্য। 

Source: Bangla News 24

তবে, সংযুক্ত আরব আমিরাতের ভিসা বন্ধের পুরনো প্রতিবেদন খুঁজে পাওয়া গেলেও, সাম্প্রতিক সময়ে সংযুক্ত আরব আমিরাতের ভিসা বন্ধ হয়ে যাওয়ার ব্যাপারে জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে কোনো তথ্য খুঁজে পায়নি রিউমর স্ক্যানার।  

উপরন্তু, অনুসন্ধানে ২০২২ সালের ১৮ই অক্টোবর কলের কণ্ঠ প্রকাশিত একটি প্রতিবেদনে খুঁজে পায় রিউমর স্ক্যানার। ‘বাংলাদেশে ই ভিসা বাস্তবায়নে আমিরাতের সঙ্গে চুক্তি’ শীর্ষক সেই প্রতিবেদনে দেখা যায় গতবছরের অক্টোবরে ভিসা প্রসেসিং সহজতর করতে ই-ভিসা চালু ব্যাপারে দুই দেশের মধ্যে চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে।

Source: কালেরকণ্ঠ

পাশাপাশি, বাংলাদেশিদের জন্য দুবাইয়ের ভিসা বন্ধ হওয়ার দাবির বিষয়ে জানতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মসংস্থান অনুবিভাগের উপসচিব গাজী মোঃ শাহেদ আনোয়ার এর সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম।

এ বিষয়ে তিনি রিউমর স্ক্যানারকে জানান, “দুবাইয়ের ভিসা বন্ধ হয়েছে এমন কোনো তথ্য আমাদের কাছে নেই।”

মূলত, সম্প্রতি বাংলাদেশি নাগরিকদের জন্য দুবাইয়ের ভিসা বন্ধ হয়ে গেছে শীর্ষক একটি দাবি কোনোপ্রকার নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে উক্ত দাবির কোনো সত্যতা খুঁজে পাওয়া যায়নি। এছাড়া বাংলাদেশিদের জন্য দুবাইয়ের ভিসা বন্ধ হয়ে যাওয়ার দাবিটি সত্য নয় বলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সূত্র রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেছে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মত সংযুক্ত আরব আমিরাতের অন্যতম প্রদেশ দুবাইয়ে প্রতিবছর বহু সংখ্যক বাংলাদেশি কর্মসংস্থানের উদ্দেশ্যে পাড়ি জমায়। 

সুতরাং, বাংলাদেশি নাগরিকদের জন্য দুবাইয়ের ভিসা বন্ধ হয়ে যাওয়ার তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img