সাম্প্রতিক কোটা আন্দোলনের প্রেক্ষাপটে একজন নারীকে পুলিশ কর্তৃক ধরে নেওয়া সময় এক কুকুর তার কাপড় টানার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্ট
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কুকুর ও পুলিশের আলোচ্য ছবিটি আসলে পুরোনো। ২০১৭ সালের ০১ মার্চ ঢাকা ট্রিবিউনে প্রকাশিত একটি প্রতিবেদনে একই ছবি দেখা যায়। ছবির বর্ণনা অনুযায়ী, ঢাকার শাহবাগ স্কয়ারে গ্যাসের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে অর্ধ-দিবসের প্রতিবাদ চলাকালে পুলিশ যখন একজন মহিলাকে আটক করছিল, তখন একটি কুকুর মহিলার জামা ধরে টানতে থাকে। এটি সে সময়েরই ছবি।
সুতরাং, ২০১৭ সালে কুকুর ও পুলিশের একটি ছবি সাম্প্রতিক কোটা আন্দোলনের প্রেক্ষাপটে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।
বি.দ্র. দেশের চলমান উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় প্রথাগত পদ্ধতির পরিবর্তে দ্রুততম সময়ে সংক্ষিপ্ত আকারে ফ্যাক্টচেক প্রকাশের উদ্যোগ হিসেবে এই ফ্যাক্টচেকটি প্রকাশিত হলো।