বন্যাকে কেন্দ্র করে আওয়ামী লীগের নামে স্ক্রিনশট সম্পাদনা করে অপপ্রচার

ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভারী বৃষ্টিপাতের ফলে বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই বিপর্যস্ত পরিস্থিতিতে মানবতার ডাকে সাড়া দিয়ে দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ একযোগে বন্যার্তদের সহায়তায় এগিয়ে এসেছেন। তবে এর পাশাপাশি বেশ কয়েকটি বন্যা দুর্গত এলাকায় ডাকাতির অভিযোগও উঠেছে। এর প্রেক্ষিতে ফেনী শহরাঞ্চলে ছাত্রলীগ কর্মীরা ডাকাতি করছেন এবং ইসলামি ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহকে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের ভারপ্রাপ্ত সভাপতি দাবি করে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে সম্প্রতি পোস্ট করা হয়েছে দাবিতে দুটো স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

আওয়ামী লীগের নামে

ফেনীতে ছাত্রলীগের ডাকাতি প্রসঙ্গে আওয়ামী লীগের ফেসবুক পোস্ট দাবিতে প্রচারিত পোস্টটি দেখুন এখানে (আর্কাইভ)।

শায়খ আহমাদুল্লাহকে ওলামা লীগের ভারপ্রাপ্ত সভাপতি দাবিতে প্রচারিত পোস্টটি দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত দাবিগুলোতে প্রচারিত স্ক্রিনশটগুলোর কোনোটিই বাস্তব নয় বরং,  আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে এমন কোনো পোস্ট করা হয়নি। ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত স্ক্রিনশটগুলো তৈরি করা হয়েছে।

প্রথম দাবির ফ্যাক্টচেক

ফেনীতে ছাত্রলীগ কর্মীদের ডাকাতি বিষয়ক পোস্টটির বিষয়ে অনুসন্ধানে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজটি পর্যালোচনার মাধ্যমে গত ২৪ আগস্ট করা একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।

Screenshot Comparison by Rumor Scanner

পোস্টটি পর্যলোচনা করে দেখা যায়, উভয় পোস্টেই ফেনীতে ডাকাতির বিষয়টি উল্লেখ করা হলেও আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে করা পোস্টটির কোথাও ছাত্রলীগের উল্লেখ নেই। যা থেকে এটি স্পষ্ট যে আলোচিত দাবিতে প্রচারিত স্ত্রিনশটটি এডিটেড। 

দ্বিতীয় দাবির ফ্যাক্টচেক 

শায়খ আহমাদুল্লাহ সংক্রান্ত পোস্টটির বিষয়ে অনুসন্ধানে আওয়ামী লীগের ফেসবুক পেজে কোনো পোস্ট পাওয়া না গেলেও শায়খ আহমাদুল্লাহের As sunnah Foundation এর ফেসবুক পেজে গত ২৪ আগস্ট ফেনীর দাগনভূঞায় দুর্গত মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

Screenshot Comparison by Rumor Scanner

উক্ত ভিডিওটির থাম্বনেইল পর্যলোচনা করে দেখা যায়, আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে করা পোস্টের দাবিতে ছড়িয়ে পড়া স্ক্রিনশটটিতে উক্ত ভিডিওর থাম্বনেইল ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে যুক্ত করা হয়েছে। এছাড়াও ভিডিওটি থেকে জানা যায়, শায়খ আহমাদুল্লাহ আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা বিতরণের জন্যে ফেনীর দাগনভূঁঞা এলাকায় গেলে সেসময় ভিডিওটি ধারণ করা হয়। এটিকে আওয়ামী ওলামা লীগের পক্ষ থেকে ত্রাণ প্রদানের ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে।

সুতরাং, চলমান বন্যাকে কেন্দ্র করে আওয়ামী লীগের ফেসবুক পোস্টের স্ক্রিনশট দাবিতে প্রচারিত স্ক্রিনশটগুলো এডিটেড বা সম্পাদিত।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img