সম্প্রতি, “ঢাকায় ভারতীয় হাইকমিশনারের টিকা নিচ্ছেন, সেখানে দৌড়ে চলে গেলেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী” শীর্ষক শিরোনামে স্ক্রিনশট সম্বলিত একটি তথ্য সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন শুধু ভারতীয় হাইকমিশনার বিক্রয় কুমার দোরাইস্বামীর করোনা টিকা গ্রহণকালে উপস্থিত থাকার জন্য হাসপাতালে যান নি বরং তিনি ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের টিকাদান কর্মসূচির উদ্বোধনের অংশ হিসেবে সেখানে উপস্থিত ছিলেন।
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতির মাধ্যমে, দৈনিক যুগান্তরের ই-পেপার সংস্করণের তৃতীয় পাতায় গত ১০ জানুয়ারিতে “করোনা বাড়লেও লকডাউনের চিন্তা নেই- পররাষ্ট্রমন্ত্রী” শীর্ষক শিরোনাম প্রকাশিত প্রতিবেদনে আলোচিত ছবিটির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়।
পরবর্তীতে, কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের টিকা গ্রহণ সম্পর্কিত তথ্য একাধিক মূলধারার সংবাদমাধ্যমে খুঁজে পাওয়া যায়, দেখুন এখানে, এখানে এবং এখানে।
মূলত, গত ০৯ জানুয়ারি রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালে বিদেশি কূটনীতিকদের টিকার বুস্টার ডোজ গ্রহণ কর্মসূচির উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। উদ্বোধনের প্রথম দিনে ভারত, ব্রাজিল, ভ্যাটিকান সিটি, মালয়েশিয়া, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার টিকা গ্রহণ করেন। কূটনৈতিকদের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী নিজেও সেদিন করোনা টিকার বুস্টার ডোজ গ্রহণ করেছেন।
তবে, ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকদের টিকা গ্রহণ এবং তাদের পাশে পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতির সংবাদ ও ছবি উল্লেখ না করে কেবলমাত্র ভারতীয় হাইকমিশনার বিক্রয় কুমার দোরাইস্বামীর টিকা গ্রহণকালে বাংলাদেশের পররাষ্ট্র ড. আব্দুল মোমেনের পাশে উপস্থিত থাকার ছবিটি বিভিন্ন বিভ্রান্তিকর শিরোনামে ফেসবুকে প্রচার করা হচ্ছে।
আরো পড়ুনঃ টিকার দুই ডোজ নিয়ে ৪০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হওয়ার ঘটনাটি বাংলাদেশের নয়
উল্লেখ্য, ২০২১ সালের ১০ ফেব্রুয়ারি থেকে ঢাকায় বিদেশি কূটনীতিকদের করোনা ভাইরাসের টিকা দেওয়া শুরু হয়।
সুতরাং, ঢাকায় বিভিন্ন দেশের কূটনীতিকদের টিকা গ্রহণের সংবাদ ও ছবির বিষয় উল্লেখ না করে শুধুমাত্র ভারতীয় হাইকমিশনারের টিকা গ্রহণকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিত থাকার তথ্য সম্বলিত একটি ছবি সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: অন্য একটা দেশের হাইকমিশনার টিকা নিচ্ছেন, সেখান আমার দেশের পররাষ্ট্রমন্ত্রী চলে গেছেন
- Claimed By: Facebook Posts
- Fact Check: Misleading
[/su_box]
তথ্যসূত্র
- Jugantor ePaper: https://epaper.jugantor.com/2022/01/10/index.php
- Banglanews24: https://www.banglanews24.com/health/news/bd/904586.details
- Dhakapost: https://www.dhakapost.com/national/89730
- Jaijaidin: https://www.jaijaidinbd.com/todays-paper/first-page/227879
- Alokitobangladesh: https://www.alokitobangladesh.com/print-edition/last-page/99336/%E0%A6%B2%E0%A6%95%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%89%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%A5%E0%A6%BE-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0
- Dainikpanchagarh: https://www.dainikpanchagarh.com/etcetera/43974
- RTV Online: https://www.rtvonline.com/others/health/coronavirus/119029/