ঢাকাকে জঙ্গল মনে হয় শীর্ষক কোনো বক্তব্য দেননি মেয়র তাপস

সম্প্রতি ‘রাজধানী ঢাকাকে জঙ্গল মনে হয়। যেখানে-সেখানে অনেক গাছ লাগানো। এগুলো অনেক জায়গা দখল করে আছে। কিন্তু বাতাস পাওয়া যায় কম।‘ শীর্ষক বক্তব্যকে গাছ কাটা নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের বক্তব্য দাবি করে একটি তথ্য গণমাধ্যম সূত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। 

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

গণমাধ্যমে প্রকাশিত এমন প্রতিবেদন দেখুন যমুনা টিভি

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, গাছ কাটা নিয়ে গণমাধ্যম সূত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া বক্তব্যটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের নয় বরং গাছ কাটা সংক্রান্ত বিষয়ে গত ১৩ মে জাতীয় দৈনিক ডেইলি স্টারে প্রকাশিত একটি রম্য রচনায় থাকা কল্পিত মেয়রের বক্তব্যকে মেয়র তাপসের আসল বক্তব্য হিসেবে প্রচার করা হচ্ছে।

দাবিটির সূত্রপাত যেভাবে

দাবিটির সত্যতা যাচাইয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত পোস্টগুলোর সূত্রে বেসরকারি টিভি চ্যানেল যমুনা টিভির একটি প্রতিবেদনের স্ক্রিনশট খুঁজে পাওয়া যায়।

Screenshot: সাদা এপ্রোন ফেসবুক পেইজ 

পরবর্তীতে অনুসন্ধানে যমুনা টিভির ওয়েবসাইটে ‘গাছ কাটার সংবাদ প্রকাশ: ক্ষতিপূরণ চেয়ে ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে মেয়র তাপসের নোটিশ‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Screenshot: Jamuna TV 

প্রতিবেদনটি থেকে জানা যায়, ‘রাজধানীতে গাছ কাটা নিয়ে মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের কাছে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। একইসঙ্গে এই আইনি নোটিশ পাঠানো হয়েছে পত্রিকাটির নির্বাহী সম্পাদক ও প্রতিবেদক বরাবর।’ 

প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়, ‘গত ১৩ মে ‘কাটিং ট্রিস টু মেক ওয়ে ফর এয়ার’ শিরোনামে ডেইলি স্টারে সংবাদ প্রকাশিত হয়। তাতে বলা হয়, তীব্র গরমের মধ্যে রাজধানী ঢাকার দক্ষিণ অংশে গাছ কাটার কর্মসূচি নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এ নিয়ে পরিবেশবাদীরা প্রতিবাদ জানিয়েছেন।

তবে গাছ কাটার বিষয়ে মেয়র তাপস যুক্তি দিয়ে বলেন, রাজধানী ঢাকাকে জঙ্গল মনে হয়। যেখানে-সেখানে অনেক গাছ লাগানো। এগুলো অনেক জায়গা দখল করে আছে। কিন্তু বাতাস পাওয়া যায় কম। বাতাস চলাচলের জন্য আমাদের অনেক খোলামেলা বড় জায়গা দরকার। আর গাছ কাটা হলে এসব খালি জায়গা দিয়ে বাতাস চলাচল করতে পারবে।’

অর্থাৎ ১৩ মে গাছ কাটা নিয়ে ডেইলি স্টারে প্রকাশিত একটি প্রতিবেদনের কারণে মানহানির অভিযোগ এনে ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস।

কি আছে ডেইলি স্টারের প্রতিবেদনটিতে? 

অনুসন্ধানের এই পর্যায়ে রিউমর স্ক্যানার টিম গত ১৩ মে গাছ কাটা নিয়ে ডেইলি স্টারে ‘Cutting trees to make way for air‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি যাচাই করে। 

এতে দেখা যায়, প্রতিবেদনটির শুরুতেই উল্লেখ রয়েছে এটি ‘Satireday’ এর একটি প্রকাশনা৷ অর্থাৎ এটি একটি স্যাটায়ার বা রম্য।

Screenshot: Daily Star 

এছাড়া প্রতিবেদনটি বিশ্লেষণ করে দেখা যায়, প্রতিবেদনটিতে কোথাও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বা করপোরেশনটির মেয়র শেখ ফজলে নূর তাপসের বিষয় উল্লেখ নেই বরং উল্লেখ রয়েছে ধোকা সাউথ টাউন করপোরেশন এবং করপোরেশনটির মেয়রের নাম উল্লেখ করা হয়েছে ফাপস ধর। 

Screenshot: Daily Star 

এছাড়া গণমাধ্যমে যেই বক্তব্যটিকে মেয়র তাপসের বক্তব্য দাবিতে প্রচার করা হচ্ছে, সেটিও মূলত ঐ রম্যরচনার কল্পিত মেয়র ফাপস ধরের।

Screenshot: Daily Star 

পরবর্তীতে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র শেখ ফজলে নূর তাপসের আইনি নোটিশের প্রেক্ষিতে ডেইলি স্টারের ওয়েবসাইটে ৮ জুন ‘Our reply to legal notice‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

Screenshot: Daily Star 

ডেইলি স্টারের সম্পাদক বরাতে প্রকাশিত প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, Satireday হচ্ছে ডেইলি স্টারের সাপ্তাহিক একটি রম্যপাতা। এই রম্যপাতাতেই গত ১৩ মে ‘Cutting trees to make way for air‘ শীর্ষক শিরোনামে প্রতিবেদনটি প্রকাশিত হয়। 

অর্থাৎ এটি কোনো সংবাদ প্রতিবেদন বা কলাম ছিল না বরং এটি ছিল একটি রম্যরচনা। 

প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়, রম্য রচনাটিতে কাউকে আঘাত বা কারো প্রতি মানহানি করা হয়নি। তবে আইনি নোটিশের প্রেক্ষিতে উক্ত রম্য রচনাটি তাদের ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হয়েছে। 

একই ঘটনায় গণমাধ্যমে বিভ্রান্তিকর প্রতিবেদন

গণমাধ্যমে ডেইলি স্টারের রম্য রচনার কল্পিত মেয়রের বক্তব্যকেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের আসল বক্তব্য হিসেবে প্রচার করার পাশাপাশি এই বিষয়ে ডেইলি স্টারের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানোর বিষয়ে সংবাদ প্রকাশ করতে গিয়ে অধিকাংশ গণমাধ্যমে বিষয়টি যে রম্যরচনা ছিল সেটি উল্লেখ ছাড়াই প্রতিবেদন প্রকাশ করে।

গণমাধ্যমে প্রকাশিত এমন প্রতিবেদন দেখুন 

বাংলাদেশ জার্নাল, চ্যানেল২৪চ্যানেল২৪ (ইউটিউব), বাংলা ভিশনসময় টিভি, সময় টিভি (ইউটিউব), সমকালবাংলাদেশ মোমেন্টস, সাম্প্রতিক দেশকালঢাকা টাইমস, জুম বাংলা, বাংলাদেশ বুলেটিনরেডিও টুডে, প্রতিদিনের বাংলাদেশ, বাংলা নিউজ২৪, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, বাংলা ট্রিবিউন, দৈনিক বাংলা, এনটিভি, নিউজ বাংলা২৪দৈনিক করতোয়া, বাহান্ন নিউজ, মানবজমিন, একাত্তর টিভি, ঢাকা ট্রিবিউন, বাংলাদেশ সংবাদ সংস্থা, একুশে টিভি, নয়া দিগন্ত, আজকের  পত্রিকা, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস, ডেইলি সান, নিউজনাউ২৪, বাংলা.২৪লাইভ নিউজপেপার, সময়ের কণ্ঠস্বর, জনবানী, দৈনিক কল্যান

এসব প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়, প্রতিবেদনগুলোতে কেবল মেয়র তাপসের আইনজীবী ব্যারিস্টার মেজবাহুর রহমানকে উদ্ধৃত করে প্রতিবেদন প্রকাশ করা হয়। তবে প্রতিবেদনগুলোতে ডেইলি স্টারের প্রতিবেদনটি যে একটি রম্যরচনা ছিল সে সম্পর্কিত কোনো তথ্যের উল্লেখ ছিল না, যা স্পষ্টত বিভ্রান্তিকর। 

মূলত, গত ১৩ মে ইংরেজি দৈনিক ডেইলি স্টার তাদের সাপ্তাহিক আয়োজন স্যাটায়ার ডে তে ‘কাটিং ট্রিস টু মেক ওয়ে ফর এয়ার’ শিরোনামে একটি রম্যরচনা প্রকাশ করে। গাছ কাটা নিয়ে ডেইলি স্টারের এই রম্যরচনায় ধোকা সাউথ টাউন করপোরেশন এবং  করপোরেশনটির একজন কল্পিত মেয়রের সাক্ষাতকার প্রকাশ করা হয়। তবে এই ঘটনায় মানহানি হয়েছে দাবি করে তার ক্ষতিপূরণ হিসেবে ১০০ কোটি টাকা চেয়ে ইংরেজি দৈনিকটিকে আইনি নোটিশ পাঠান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। পরবর্তীতে উক্ত ঘটনার প্রতিবেদন প্রকাশ করতে গিয়ে গণমাধ্যমে ডেইলি স্টারের রম্য রচনায় থাকা কল্পিত মেয়রের বক্তব্যকেই মেয়র তাপসের আসল বক্তব্য হিসেবে প্রচার করা হয়।

সুতরাং, গাছ কাটা নিয়ে গণমাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের বক্তব্য দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ স্যাটায়ার। 

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img