সম্প্রতি, ঢাকার ডেমরায় আগুন লেগেছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রচারিত ভিডিওতে একটি ভবনে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। পাশাপাশি ভিডিওতে জীবন রক্ষার্থে কিছু মানুষকে ভবন থেকে লাফিয়ে নিচে পড়তে দেখা যায়।

উল্লিখিত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
ইন্সটাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন এখানে এবং এখানে।
টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে এবং এখানে।
ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে এবং এখানে।
থ্রেডসে প্রচারিত ভিডিও দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভবনে আগুনের এই ভিডিওটি ঢাকার ডেমরার নয় বরং, এটি নেপালের একটি পুলিশ স্টেশনে বিক্ষোভকারীদের অগ্নিসংযোগের ঘটনার ভিডিও।
অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করে সাম্প্রতিক সময়ে ঢাকার ডেমরায় এমন কোনো আগুনের খবর গণমাধ্যম কিংবা অন্য কোনো বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।
পরবর্তীতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির কিছু কী-ফ্রেম রিভার্স সার্চ করে টিকটকে aashishmanandhar নামের একটি অ্যাকাউন্টে ‘Banepa police Station’ ক্যাপশনে গত ০৯ সেপ্টেম্বর প্রকাশিত একই ভিডিওটি প্রচার হতে দেখা যায়।

উক্ত পোস্ট থেকে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে Diputs Rajednom নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ১০ সেপ্টেম্বর প্রচারিত একই ভিডিওটি খুঁজে পাওয়া যায়। পোস্টটির ক্যাপশন অনুযায়ী, নেপালের ‘কাঠমান্ডুতে গত ৯ সেপ্টেম্বর বিক্ষোভকারীরা বনেপা থানায় আগুন ধরিয়ে দেওয়ার দৃশ্য এটি।
এছাড়া, ভিন্ন এঙ্গেল থেকে ধারণকৃত উক্ত ভবনের আগুনের ঘটনার আরো কিছু (১, ২) ভিডিও খুঁজে পাওয়া যায়। সেগুলোতে ভিডিওটির স্থান হিসেবে বনেপা পুলিশ স্টেশন বলে উল্লেখ করা হয়েছে।
দাবিটির সত্যতা যাচাইয়ে গুগল ম্যাপ বিশ্লেষণ করে নেপালের কাভ্রেপালঞ্চোক জেলার বনেপা এলাকায় অবস্থিত পুলিশের কার্যালয়ের সাথে প্রচারিত ভিডিওটির ভবনের মিল খুঁজে পায় রিউমর স্ক্যানার। গুগল ম্যাপে প্রাপ্ত ছবিটি বিশ্লেষণ করে জানা যায়, প্রচারিত ভিডিওটি পুলিশ স্টেশনের পেছনের দিক থেকে ধারণ করা হয়েছে।

অর্থাৎ, এটি নিশ্চিত যে আগুনের এই ভিডিওটি বাংলাদেশের নয়।
উল্লেখ্য, নেপালে জেন জিদের বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগে গত ০৯ সেপ্টেম্বর দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন। ওই ঘোষণার পরে বিক্ষোভকারীরা নেপালের পার্লামেন্ট ভবন ও মন্ত্রীদের বাসভবন সহ বিভিন্ন সরকারি-বেসরকারি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।
সুতরাং, ঢাকার ডেমরায় ভবনে অগ্নিকাণ্ডের এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Tiktok- aashishmanandhar
- Facebook- Diputs Rajednom
- Goggle Map- Banepa Police Station
- BBC Bangla- প্রধানমন্ত্রীর পদত্যাগ, পার্লামেন্ট ও নেতাদের বাড়িতে আগুন – নেপালে জেন জি বিক্ষোভ ঘিরে যা ঘটেছে