করোনার বুস্টার ডোজ নেওয়া ব্যক্তিরা অ্যালার্জিজনিত রোগে ভুগছেন দাবিতে ডেইলি স্টারের নামে ভুয়া তথ্য প্রচার  

সম্প্রতি, মূলধারার গণমাধ্যম ‘দ্য ডেইলি স্টার বাংলা’ এর সূত্র ব্যবহার করে ‘করোনার বুস্টার ডোজ টিকা নেওয়া প্রত্যেকটি ব্যক্তি মারাত্মক চর্ম এলার্জি জনিত রোগে ভুগছেন’ শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

বুস্টার ডোজ

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘করোনার বুস্টার ডোজ টিকা নেওয়া প্রত্যেকটি ব্যক্তি মারাত্মক চর্ম এলার্জি জনিত রোগে ভুগছেন’ এমন কোনো সংবাদ দ্য ডেইলি স্টার বাংলা প্রকাশ করেনি। বরং, কোনো তথ্য প্রমাণ ছাড়াই ‘দ্য ডেইলি স্টার বাংলা’ এর নাম ব্যবহার করে আলোচিত দাবিটি সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে ‘করোনার বুস্টার ডোজ টিকা নেওয়া প্রত্যেকটি ব্যক্তি মারাত্মক চর্ম এলার্জি জনিত রোগে ভুগছেন’ শীর্ষক দাবিতে দ্য ডেইলি স্টার কোনো সংবাদ প্রকাশ করেছে কিনা সে বিষয়ে জানতে দ্য ডেইলি স্টার বাংলা এর ওয়েবসাইটফেসবুক পেজ পর্যবেক্ষণ করে উক্ত দাবির সপক্ষে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। 

তবে, দ্য ডেইলি স্টার বাংলা এর ভেরিফাইড ফেসবুক পেজ পর্যবেক্ষণে আজ (১২ সেপ্টেম্বর) আলোচিত বিষয়ে একটি পোস্ট পাওয়া যায়। আলোচিত তথ্যটি ভুয়া উল্লেখ করে গণমাধ্যমটি জানায়, ‘ডেইলি স্টার বাংলা নামে ছড়ানো এই ছবি – সংবাদ ভুয়া। এ ধরনের কোনো সংবাদ দ্য ডেইলি স্টার কখনো প্রকাশ করেনি। বিভ্রান্তি এড়াতে আমাদের ওয়েবসাইট ও ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া পেজের সঙ্গে থাকুন।’ 

সুতরাং, দ্য ডেইলি স্টার বাংলা এর নাম ব্যবহার করে ‘করোনার বুস্টার ডোজ টিকা নেওয়া প্রত্যেকটি ব্যক্তি মারাত্মক চর্ম এলার্জি জনিত রোগে ভুগছেন’ শীর্ষক একটি দাবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

  • The Daily Star বাংলা: Facebook Post
  • Rumor Scanner’s Own Analysis
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img