সম্প্রতি, “যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে ধর্মীয় কারণে আমিশ ও মেনোনাইটদের জন্য ছবিবিহীন জাতীয় পরিচয়পত্র (NID) দেওয়া হয়” শীর্ষক দাবিতে একটি ডিজিটাল ব্যানার ফেসবুকে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভার্জিনিয়ায় ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র প্রদানের দাবিটি সঠিক নয় বরং অ-মার্কিন নাগরিকদের ছবি বিহীন বিশেষ ড্রাইভিং লাইসেন্স প্রদানের জন্য একটি বিধানকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে এ সংক্রান্ত দাবি সম্বলিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে যে পরিচয়পত্রের ছবি দেওয়া হয়েছে সেখানে উল্লেখ রয়েছে “NOT VALID FOR VOTING PURPOSES”।

কিন্তু নিয়মানুযায়ী জাতীয় পরিচয়পত্রের মাধ্যমেই ভোট প্রদান করতে হয়। তাছাড়া, ফটোকার্ডে থাকা স্ক্রিনশটে একটি নিউজের শিরোনাম দেখা যাচ্ছে যেখানে কোনো এনআইডি বা জাতীয় পরিচয়পত্র নয় বরং শুধু আইডি কার্ড বা পরিচয়পত্র উল্লেখ পাওয়া যায়।
পরবর্তীতে কিওয়ার্ড সার্চ করে আলোচিত ফটোকার্ডে থাকা নিউজ ক্লিপটির মূল লিংক খুঁজে পাওয়া যায় যুক্তরাষ্ট্রের অনলাইন নিউজ পোর্টাল Virginia Mercury তে। একই প্রতিবেদনে আইডি কার্ডের হুবহু একই ছবি রয়েছে।

২০১৯ সালের ০৮ মার্চ প্রকাশিত এই প্রতিবেদন থেকে জানা যায়, এই কার্ডটি ভোটিং বা ড্রাইভিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

এ বিষয়ে অনুসন্ধানে কিওয়ার্ড সার্চ করে ভার্জিনিয়ার মোটরযান বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে ছবি বিহীন পরিচয়পত্র দেওয়া হয় না। সেখানে বসবাসরত অ-মার্কিন নাগরিকদের ছবি বিহীন ড্রাইভিং লাইসেন্স প্রদানের জন্য একটি বিধান করা হয়েছে, যেখানে কয়েকটি মানদণ্ড পূরণ সাপেক্ষে তাদের ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া, প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করে কলম্বিয়া ভিত্তিক wistv.com এর ওয়েবসাইটে ২০২০ সালের ১৬ ডিসেম্বর “Virginia to offer driver privilege cards to non-U.S. citizens ” শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, ২০২১ সালের জানুয়ারি থেকে ভার্জিনিয়া অ-মার্কিন নাগরিকদের জন্য ড্রাইভার প্রিভিলেজ কার্ড অফার করা হবে। এটি তাদের জন্য যারা ভার্জিনিয়ার আইনগত প্রয়োজনীয়তাগুলো পূরণ করতে পারেনি।

মূলত, যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে ধর্মীয় কারণে ছবি বিহীন পরিচয়পত্র দেওয়া হয় শীর্ষক দাবিতে একটি ডিজিটাল ব্যানার ফেসবুকে প্রচার করা হয়েছে। তবে, রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দাবিটি সঠিক নয়। ভার্জিনিয়াতে ছবি বিহীন পরিচয়পত্র নয়, বরং সেখানে বসবাসরত অ-মার্কিন নাগরিকদের শর্ত সাপেক্ষে ছবি বিহীন বিশেষ ড্রাইভিং লাইসেন্স প্রদানের জন্য একটি বিধান করা হয়েছে ২০২০ সালে। যা ২০২১ সাল থেকে কার্যকর হয়েছে।
প্রসঙ্গত, গত ১৯ জুন মহিলা আনজুমান দরবার শরীফ, রাজারবাগ ঢাকা রিপোটার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন করে মুখের ছবি ছাড়া আঙুলের ছাপের ভিত্তিতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেয়ার ব্যবস্থা রাখার দাবি জানান মহিলা আনজুমানের মুখপাত্র শারমিন ইয়াসমিন।
সুতরাং, “যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে ধর্মীয় কারণে ছবি বিহীন পরিচয়পত্র দেওয়া হয়” শীর্ষক দাবিতে ফেসবুকে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- ভার্জিনিয়ার মোটরযান বিভাগ ওয়েবসাইট
- wistv.com: Virginia to offer driver privilege cards to non-U.S. citizens
- বিবিসি বাংলা: জাতীয় পরিচয়পত্রে কেন ছবি দিতে চান না মহিলা আনজুমানের নারীরা