ভারতে পার্লামেন্টে শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুতে মোদিকে প্রশ্ন করার দাবিটি মিথ্যা 

সম্প্রতি, কোন আইনে পাসপোর্ট ছাড়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লী পৌঁছাতে পারলো?, ভারতীয় পার্লামেন্টে নরেন্দ্র মোদিকে এমন প্রশ্ন করা হয়েছে দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসুবকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এই ভিডিওতে শেখ হাসিনা পাসপোর্ট ছাড়া দিল্লী কীভাবে পৌঁছালো সংক্রান্ত প্রশ্ন ভারতীয় পার্লামেন্টে নরেন্দ্র মোদিকে করা হয়েছে শীর্ষক দাবিটি সঠিক নয়। বরং দিল্লির আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিংহের ভিন্ন বিষয়ে দেওয়া বক্তব্যকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। তাছাড়া, তার এই বক্তব্যের সময় নরেন্দ্র মোদি, অমিত শাহ, নির্মলা সীতারমণ ও রাজনাথ সিং এর উপস্থিতি লক্ষ্য করা যায়নি 

অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে জানা যায়, ভিডিওতে সাংসদ সঞ্জয় সিংহ সীমান্তে নিরাপত্তা নিয়ে কথা বলেন। ট্রাম্প বা ওবামার সরকার নয় বরং ভারতে এক মহামানবের সরকার চলছে উল্লেখ করে তিনি বলেন, “আমি সেই মহামানব নরেন্দ্র মোদীকে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে প্রশ্ন করতে চাই, সীমান্তে নিরাপত্তার দায়িত্ব কাদের? অমিত শাহের দফতরের।” 

এছাড়াও, তিনি কেন্দ্রীয় সরকারের প্রতি প্রশ্ন তোলেন, কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারী ত্রিপুরা, অসম, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, ইউপির সীমান্ত পেরিয়ে কিভাবে দিল্লি চলে আসে। 

তবে, ভিডিওতে শেখ হাসিনা সংক্রান্ত কোনো কথা তাকে বলতে দেখা যায়নি।

অনুসন্ধানে ভারতের ‘Sansad TV’ এর ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ১৭ ডিসেম্বর ‘RS | Sanjay Singh’s Remarks | Discussion on Journey of 75 Years of Constitution of India’ শীর্ষক শিরোনামে প্রচারিত ভিডিওটির ২২ মিনিট ৩০ সেকেন্ড অংশ থেকে ২৩ মিনিট ২৮ সেকেন্ড অংশের সাথে সাদৃশ্য লক্ষ্য করা যায়।

Comparison: Rumor Scanner

ভিডিওতে জেপি নাড্ডার ‘অনুপ্রবেশকারী’ সংক্রান্ত এক বক্তব্যের জবাবে দিল্লির আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং সীমান্তে নিরাপত্তার দায়িত্ব নিয়ে কেন্দ্রীয় সরকারের প্রতি প্রশ্ন তোলেন, কোনও বাংলাদেশি অনুপ্রবেশকারী ত্রিপুরা, অসম, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, ইউপির সীমান্ত পেরিয়ে কিভাবে দিল্লি চলে আসে। 

তবে, তার বক্তব্যে শেখ হাসিনা প্রসঙ্গে কোনো মন্তব্য আসেনি। তাছাড়া, আলোচিত ভিডিওতে থাকা রাজ্যসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কাউকেই দেখতে পাওয়া যায়নি। অর্থাৎ, তাদেরকে আলোচিত ভিডিওটিতে সম্পাদনার মাধ্যমে যুক্ত করা হয়েছে।

তবে, ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গত ১৩ জানুয়ারী অনুপ্রবেশকারীদের ইস্যুতে শেখ হাসিনার প্রসঙ্গ তুলে কেন্দ্রীয় সরকারকে প্রশ্নবিদ্ধ করেছেন আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং।

উল্লেখ্য, বাংলাদেশি গণমাধ্যম সূত্রে জানা যায়, গত ০৮ জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। তবে, সাংসদ সঞ্জয় সিংহের যে ভিডিও দিয়ে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে, সেই ভিডিওতে তিনি যখন সংসদে বক্তব্য রাখেন তখন শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা হয়নি। 

সুতরাং, ভারতীয় পার্লামেন্টে শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুতে নরেন্দ্র মোদিকে প্রশ্নের সম্মুখীন করা হয়েছে দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর ।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img