গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম ছাত্রলীগ নেতা-কর্মীদের নাম বাংলাদেশ থেকে মুছে ফেলবেন জানিয়ে তার নিজ ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন এমন দাবি করা হয়েছে।
Sarjis Alam নামের ওই অ্যাকাউন্টের পোস্টে বলা হয়, ‘আমি কথা দিচ্ছি এই বাংলায় ছাত্রলীগের নাম মুছে ফেলা হবে।’
উক্ত পোস্টটিকে সারজিস আলমের ফেসবুক পোস্ট দাবিতে দেশের একাধিক গণমাধ্যম সংবাদ প্রচার করে।
গণমাধ্যমে প্রকাশিত সংবাদ দেখুন নয়া দিগন্ত, আরটিভি, ঢাকা প্রকাশ, জনবাণী, ভোরের দর্পণ, বিডিটুডে ডট নেট, সিইউ ভয়েস এবং পাকুন্দিয়া প্রতিদিন।
গণমাধ্যমের ফেসবুকে পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
উক্ত নয়া দিগন্ত এর ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডটি নকল এর শিরোনাম বিকৃত করে আরেকটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। যেটিকে ভুয়া ফটোকার্ড হিসেবে শনাক্ত করেও দৈনিকটির পক্ষ থেকে একটি ফেসবুক পোস্টও করা হয়।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্যতম সমন্বয়ক সারজিস আলম ছাত্রলীগের নাম বাংলাদেশ থেকে মুছে ফেলবেন জানিয়ে ফেসবুক কোনো পোস্ট দেননি বরং সারজিসের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্ট সত্য ভেবে আলোচিত দাবিটি প্রচার করা হয়।
অনুসন্ধানের শুরুতে ফেস দ্যা পিপলের ফটোকার্ডটিতে দেখানো Sarjis Alam এর পোস্টের বিষয়ে জানার চেষ্টা করে রিউমর স্ক্যানার। রিউমর স্ক্যানারের বিশ্লেষণে আলোচ্য ফেসবুক পোস্ট করা অ্যাকাউন্টটি সারজিস আলমের আসল অ্যাকাউন্ট নয় বলে প্রতীয়মান হয়। অনুসন্ধানে সারজিস আলমের ফেসবুক অ্যাকাউন্টে এমন কোন ফেসবুক পোস্ট খুঁজে পাওয়া যায়নি। উক্ত ফেসবুক অ্যাকাউন্ট থেকে সারজিস আলম গত ৬ আগস্ট লাইভে এসে তার আর কোনো ফেসবুক অ্যাকাউন্ট না থাকার তথ্য নিশ্চিত করেছেন।
সুতরাং, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ‘কথা দিচ্ছি, এই বাংলায় ছাত্রলীগের নাম মুছে ফেলা হবে’ শীর্ষক মন্তব্য করে ফেসবুক পোস্ট করেছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।