বিএনপি’র মহাসমাবেশের তারিখ পরিবর্তন দাবি করে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি ও ফটোকার্ড প্রচার

সম্প্রতি, ‘লক্ষ্মীপূজা’ এবং ‘প্রবারণা পূর্ণিমা’র প্রতি শ্রদ্ধা জানিয়ে ২৮ অক্টোবরের সমাবেশের তারিখ পরিবর্তন’ শীর্ষক তথ্য বা শিরোনামে একটি প্রেস বিজ্ঞপ্তি এবং প্রায় একই তথ্যে জাতীয় দৈনিক ডেইলি স্টারের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন, এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘লক্ষ্মীপূজা’ এবং ‘প্রবারণা পূর্ণিমা’র কারণে বিএনপি আজ ২৮ অক্টোবরের সমাবেশের তারিখ পরিবর্তন করেনি। এছাড়া বিএনপি  এমন তথ্যে কোনো সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেনি এবং দৈনিক ডেইলি স্টারও উক্ত শিরোনামে কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে উক্ত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

ডেইলি স্টারের নামে প্রচারিত ফটোকার্ড যাচাই

অনুসন্ধানের শুরুতে ডেইলি স্টারের ফটোকার্ডের ডিজাইন সম্বলিত ছবিটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। সেখানে এই সংবাদটি প্রচারের তারিখ উল্লেখ করা হয়েছে ২৭ অক্টোবর ২০২৩।

বিএনপি
Screenshot from Facebook

দাবিটির সত্যতা যাচাইয়ে ফটোকার্ডটিতে থাকা তারিখ এবং ডেইলি স্টারের লোগোর সূত্র ধরে ডেইলি স্টারের ভেরিফাইড ফেসবুক পেজে ২৭ অক্টোবর প্রচারিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম বা তথ্য সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও ডেইলি স্টারের ওয়েবসাইটেও এসংক্রান্ত কোনো সংবাদ পাওয়া যায়নি।

এছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে অন্যান্য গণমাধ্যম ও সংশ্লিষ্ট অন্যকোনো বিশ্বস্ত সূত্রে উক্ত দাবি সংক্রান্ত কোনো সংবাদ পাওয়া যায়নি।

পরবর্তীতে আলোচিত দাবির বিষয়ে দৈনিক ডেইলি স্যারের চিফ রিপোর্টার পিনাকী রায়ের সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। তিনি বলেন, ‘এটা আমরা করিনি।’

তাছাড়া, আলোচিত বিষয়টিকে মিথ্যা উল্লেখ করে ২৮ অক্টোবর প্রথম প্রহরে  নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে প্রচারিত এক পোস্টে ডেইলি স্টার জানায়, ‘দ্য ডেইলি স্টারের নামে ছড়ানো এই ফটোকার্ডটি ভুয়া। এটি আমরা পোস্ট করিনি। সঠিক সংবাদ পেতে আমাদের ওয়েবসাইট ও ভেরিফাইড পেজ ফলো করুন।’

Photo collected from Facebook

বিএনপি’র নামে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তি যাচাই

‘লক্ষ্মীপূজা’ এবং ‘প্রবারণা পূর্ণিমা’র প্রতি শ্রদ্ধা জানিয়ে ২৮ অক্টোবরের সমাবেশের তারিখ পরিবর্তন’ শীর্ষক দাবিতে প্রচারিত সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ২৭ অক্টোবর ২০২৩ উল্লেখ করা হয়েছে।

Screenshot from Facebook

তবে উক্ত দাবির সত্যতা যাচাইয়ের প্রেক্ষিতে বিএনপি মিডিয়া সেল’র ফেসবুক পেজ এবং বিএনপি’র অফিশিয়াল ফেসবুক পেজে ২৭ অক্টোবরে এমন কোনো সংবাদ বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়নি।

অর্থাৎ, লক্ষ্মীপূজা এবং প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ২৮ অক্টোবরের মহাসমাবেশ স্থগিতের ঘোষণা দেয়নি।

মূলত, ২৮ অক্টোবর রাজধানী ঢাকায় এক দফা দাবিতে মহাসমাবেশের ডাক দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সম্প্রতি এই সমাবেশকে নিয়ে ‘লক্ষ্মীপূজা’ এবং ‘প্রবারণা পূর্ণিমা’র প্রতি শ্রদ্ধা জানিয়ে ২৮ অক্টোবরের সমাবেশের তারিখ পরিবর্তন’ শীর্ষক তথ্য বা শিরোনামে একটি প্রেস বিজ্ঞপ্তি এবং প্রায় একই তথ্যে  জাতীয় দৈনিক ডেইলি স্টারের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে অনুসন্ধানে দেখা যায়, বিএনপি আজ ২৮ অক্টোবরের সমাবেশের তারিখ পরিবর্তন করেনি। এছাড়া বিএনপি উক্ত দাবিতে কোনো সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেনি এবং দৈনিক ডেইলি স্টারও উক্ত শিরোনামে কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে বিএনপি’র অফিসিয়াল প্রেস বিজ্ঞপ্তির আদলে আলোচিত প্রেস বিজ্ঞপ্তি এবং ডেইলি স্টারের ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

প্রসঙ্গত, আজ ২৮ অক্টোবর সরকার পতনের এক দফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপি মহাসমাবেশের আয়োজন করবে।

সুতরাং, ‘লক্ষ্মীপূজা’ এবং ‘প্রবারণা পূর্ণিমা’র কারণে বিএনপি’র ২৮ অক্টোবরের সমাবেশের তারিখ পরিবর্তন’ শীর্ষক তথ্যটি মিথ্যা এবং উক্ত দাবিতে বিএনপি’র নামে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তি এবং ডেইলি স্টারের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img