চন্দ্রনাথ মন্দিরের সামনে ‘নারায়ে তাকবীর’ স্লোগান দেওয়ার ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়

সম্প্রতি, ‘Radical Islamists are giving “Naraye Takbir, Allahu Akbar” slogan in front of Chandra Nath Temple. ~Chandra Nath Temple is one of the 51 Shakti Pith in the world.’ শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

অর্থাৎ, দাবি করা হয়েছে, চন্দ্রনাথ মন্দিরের সামনে কট্টরপন্থী ইসলামপন্থীরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’ স্লোগান দিচ্ছে। ~চন্দ্র নাথ মন্দির বিশ্বের ৫১টি শক্তিপীঠের মধ্যে একটি।

উক্ত দাবিতে এক্সে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং, অন্তত ২০২২ সাল থকে উক্ত ভিডিওটি ইন্টারনেটে প্রচার হয়ে আসছে।

এই বিষয়ে অনুসন্ধানে ‘Koliraj Barman’ নামক ফেসবুক অ্যাকাউন্টে ২০২২ সালের ২১ ডিসেম্বর প্রচারিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। পোস্টটিতে থাকা ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে।

Screenshot: facebook

পরবর্তীতে, ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি Prashanta Pal নামক একটি ফেসবুক একাউন্ট থেকে প্রকাশিত পোস্টে একই ভিডিওর ইনফোগ্রাফিক পাওয়া যায়।

আলোচিত ভিডিওটি ধারণের প্রকৃত সময় নিশ্চিত না হওয়া গেলেও এটি নিশ্চিত যে ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।

সুতরাং, চন্দ্রনাথ মন্দিরের সামনে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’ স্লোগান দেওয়ার পুরোনো ভিডিওকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র

  • Koliraj Barman Facebook Post 
  • Prashanta Pal Facebok Post 

আরও পড়ুন

spot_img