কালবেলার ভুয়া ফটোকার্ডে ঢাবি উপাচার্যের নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি, “টিএসসি সহ ১২টি পয়েন্টে গোসলখানা নির্মান করবো: ঢাবি উপাচার্য” শীর্ষক তথ্যে বা শিরোনামে জাতীয় দৈনিক কালবেলার লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

ভুয়া ফটোকার্ডে

উক্ত দাবিতে কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, টিএসসিসহ ১২টি পয়েন্টে গোসলখানা নির্মাণের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান এমন কোন মন্তব্য করেননি এবং কালবেলাও এমন দাবিতে কোনো ফটোকার্ড প্রকাশ করেনি বরং, কালবেলার ফটোকার্ড ডিজাইন নকল করে এই ভুয়া দাবি প্রচার করা হয়েছে।

অনুসন্ধানে আলোচিত ফটোকার্ড পর্যবেক্ষণ করে ফটোকার্ডটিতে প্রকাশের তারিখ ২৭ আগস্ট উল্লেখ পাওয়া যায়। তবে অনুসন্ধানে ২৭ আগস্ট তারিখে গণমাধ্যমটির ফেসবুক পেজে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। কালবেলার ওয়েবসাইটইউটিউব চ্যানেলেও এমন কোনো সংবাদ পাওয়া যায়নি।

এছাড়া, আলোচিত ফটোকার্ডটির সাথে কালবেলা কর্তৃক প্রকাশিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের পার্থক্য রয়েছে। পাশাপাশি, আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি। 

Photocard Comparison: Rumor Scanner

সুতরাং, “টিএসসি সহ ১২টি পয়েন্টে গোসলখানা নির্মান করবো: ঢাবি উপাচার্য” শীর্ষক তথ্য বা শিরোনামে দৈনিক কালবেলার নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img