নেতাকর্মীদের গোপালগঞ্জে আসার দাবিতে সাদ্দামকে উদ্ধৃত করে ঢাকা ট্রিবিউনের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরকার প্রধানের পদ ও দেশ ছেড়ে গত ৫ আগস্ট ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। সাবেক এই প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে এনে জাতীয় নির্বাচনের মাধ্যমে আবার প্রধানমন্ত্রী করার দাবিতে টানা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগসহ জেলার বিভিন্ন উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এরই প্রেক্ষিতে “ছাত্রলীগের সব নেতা-কর্মীদের গোপালগঞ্জে অতি শীঘ্রই চলে আসার আহ্বান ছাত্রলীগ সভাপতির” শীর্ষক তথ্যে বা শিরোনামে বাংলাদেশ ছাত্রলীগ এর সভাপতি সাদ্দাম হোসেন’র উদ্ধৃত করে জাতীয় দৈনিক ঢাকা ট্রিবিউনের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

নেতাকর্মীদের গোপালগঞ্জে

উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, “ছাত্রলীগের সব নেতা-কর্মীদের গোপালগঞ্জে অতি শীঘ্রই চলে আসার আহ্বান ছাত্রলীগ সভাপতির” শীর্ষক তথ্যে বা শিরোনামে ঢাকা ট্রিবিউন কোন ফটোকার্ড প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে যমুনা টেলিভিশনের ডিজাইন সম্বলিত আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানে শুরুতে ঢাকা ট্রিবিউন এর ভেরিফাইড ফেসবুক পেজে প্রচারিত সংবাদ ও ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও ঢাকা ট্রিবিউন’র ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল বা অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবির সপক্ষে কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।  

এছাড়া আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ ঢাকা ট্রিবিউন কর্তৃক প্রকাশিত ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির লেখার ফন্ট, ধরণের ভিন্নতা লক্ষ্য করা যায়।

সুতরাং, “ছাত্রলীগের সব নেতা-কর্মীদের গোপালগঞ্জে অতি শীঘ্রই চলে আসার আহ্বান ছাত্রলীগ সভাপতির” শীর্ষক তথ্য বা শিরোনামে ঢাকা ট্রিবিউনের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট। 

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img