শুক্রবার, অক্টোবর 4, 2024
spot_img

সাকিব আল হাসানকে নিয়ে ব্যারিস্টার সুমনের নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি, “দেশের জন্য নয় টাকা কামানোর জন্য এমপি হয়েছে সাকিব!! লাইভে এসে ধুয়ে দিলেন ব্যারিস্টার সুমন” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

যা দাবি করা হচ্ছে-

হবিগঞ্জ- ৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে বলেছেন, ‘মাগুরা- ১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসান দেশের জন্য নয়, টাকা কামানোর জন্য এমপি হয়েছেন।’

মন্তব্য

ভিডিওটি কয়েকটি ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়েছে। পোস্টগুলো দেখুন এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, ব্যারিস্টার সুমন “দেশের জন্য নয় টাকা কামানোর জন্য এমপি হয়েছে সাকিব” শীর্ষক কোনো মন্তব্য করেননি বরং ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে ব্যারিস্টার সুমনের ভিন্ন মন্তব্য সম্বলিত পুরোনো একটি ভিডিও ব্যবহার করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

ভিডিও যাচাই

ভিডিওটিতে প্রদর্শিত বেসরকারি ইলেকট্রনিক টেলিভিশন আরটিভি’র লোগোর সূত্র ধরে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে গণমাধ্যমটির ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ১২ আগস্ট “সাকিবকে কেন টাকা দিতে চাইলো ব্যারিস্টার সুমন? Sakib Al Hasan | Barrister Sumon | Betwinner | Rtv” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

উক্ত ভিডিওর একটি অংশের সাথে আলোচিত ভিডিওটির ১মিনিট ৫ সেকেন্ড থেকে ২ মিনিট ৪৫ সেকেন্ড অংশ পর্যন্ত হুবহু মিল খুঁজে পাওয়া যায়। 

Comparison By Rumor Scanner

উক্ত ভিডিওতে ব্যারিস্টার সুমনকে বলতে শোনা যায়, “মানুষ বলে সাকিব আল হাসান নিজের জন্য খেলে, দেশের জন্য খেলে না।” তবে ভিডিওর কোথাও ব্যারিস্টার সুমনকে সাকিবের বিষয়ে আলোচিত মন্তব্যটি করতে দেখা যায়নি। 

তাছাড়াও, ভিডিও ২০২২ সালের আগস্ট মাসের। সুতরাং, স্পষ্টতই ভিডিওটি সাকিব আল হাসানের সংসদ সদস্য নির্বাচিত হওয়ারও বহু পূর্বের।

পরবর্তীতে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে, ২০২২ সালের ১৩ আগস্ট দৈনিক যুগান্তরের ওয়েবসাইটে “সাকিবকে ৩ লাখ টাকা দিতে চান ব্যারিস্টার সুমন” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Source: দৈনিক যুগান্তর

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ২০২২ সালে বেটিং প্রতিষ্ঠান বেটউইনারের সাথে চুক্তিবদ্ধ হন সাকিব। কিন্তু ক্রিকেট বোর্ডের অনাপত্তির মুখে সে চুক্তি থেকে সরে আসতে হয় তাকে। এ ঘটনার প্রেক্ষিতেই ব্যারিস্টার সায়েদুল হক সুমন এক ফেসবুক ভিডিওতে সাকিব আল হাসানের সমালোচনা করেন। 

এছাড়াও, জাতীয় ও আন্তর্জাতিক কোনো সংবাদমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্র থেকে সাকিব আল হাসান সম্পর্কে ব্যারিস্টার সায়েদুল হক সুমনের আলোচিত মন্তব্যের দাবির সত্যতা জানা যায়নি।

মূলত, ২০২২ সালে বেটিং প্রতিষ্ঠান বেটউইনারের সাথে

ক্রিকেটার সাকিব আল হাসানের চুক্তিবদ্ধ হওয়ার  প্রেক্ষিতে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এক ভিডিও বার্তায় সাকিব আল হাসানের সমালোচনা করেন। সম্প্রতি ব্যারিস্টার সুমনের সে ভিডিও ব্যবহার করে তিনি “দেশের জন্য নয় টাকা কামানোর জন্য এমপি হয়েছে সাকিব” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচার করা হয়েছে।

উল্লেখ্য, পূর্বেও ব্যারিস্টার সুমন এবং সাকিব আল হাসানকে জড়িয়ে মিথ্যা তথ্য প্রচার করা হলে সে বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। 

সুতরাং, সাকিব আল হাসান দেশের জন্য নয় টাকা কামানোর জন্য এমপি হয়েছেন শীর্ষক মন্তব্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন করেছেন  দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img