সম্প্রতি, “টানা ৩২৮ দিন মহাকাশ থেকে ফিরে এলেন নাসার মহাকাশচারী ক্রিস্টিনা কোচ। তিনিই প্রথম মানুষ্য প্রাণ যিনি কাটিয়ে এসেছেন ৩২৮ দিন মহাকাশে এবং সাথে গড়েছেন দীর্ঘদিন মহাকাশে কাটানোর রেকর্ড ” শীর্ষক তথ্য সম্বলিত একটি ডিজিটাল ব্যানার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে ।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ক্রিস্টিনা কোচ প্রথম মনুষ্য প্রাণ ব্যক্তি নয় যিনি মহাকাশে সবচেয়ে বেশি সময় অর্থাৎ ৩২৮ দিন একটানা কাটিয়ে এসেছেন বরং ক্রিস্টিনার পূর্বে ২০১৬ সালে স্কট কেলি নামের এক ব্যক্তি বা নভোচারী ৩৪০ দিন একটানা থেকে রেকর্ড গড়েছিলেন।
কি-ওয়ার্ড সার্চ পদ্ধতির মাধ্যমে, নাসার ওয়েবসাইটে ২০২০ সালের ০৬ ফেব্রুয়ারিতে “Christina Koch Completes 328-Day Mission in Space” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

এছাড়া, সেসময়ের ক্রিস্টিনা কোচের রেকর্ড ভাঙার খবরটি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়।
পরবর্তীতে, নাসার ওয়েবসাইটে ২০২২ সালের ৩০ মার্চে “NASA Station Astronaut Record Holders” শীর্ষক শিরোনামে প্রকাশিত নাসার মহাকাশচারীদের রেকর্ডের একটি তালিকা পাওয়া যায়।

তাছাড়া, Business Insider এর ওয়েবসাইটে ২০২২ সালের ১৫ মার্চে “NASA astronaut Mark Vande Hei breaks Scott Kelly’s spaceflight record” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।
Screenshot from Business Insider
মূলত, ২০১৬ সালের ১ মার্চে মহাকাশচরী স্কট ক্যালি (পুরুষ) প্রথম ব্যক্তি হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে একটানা ৩৪০ দিন থাকার রেকর্ড অর্জন করেছিলেন। পরবর্তীতে ২০২০ সালের ৬ ফেব্রুয়ারি ক্রিস্টিনা কোচ প্রথম নারী হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে একটানা ৩২৮ দিন থাকার রেকর্ড অর্জন করেন। ক্রিস্টিনা কোচ পেগি উইটসন ( নারী ) এর ২৮৯ দিনের রেকর্ড ভেঙ্গে নারী হিসেবে এই রেকর্ড অর্জন করেন।
অর্থাৎ মহাকাশচরী ক্রিস্টিনা কোচের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে একটানা ৩২৮ দিন কাটানোর ঘটনা সত্য হলেও তিনি মহাকাশ স্টেশনে ৩২৮ দিন কাটানো প্রথম ব্যক্তি নন। নাসার প্রতিবেদন অনুযায়ী ক্রিস্টিনা কোচ হলেন প্রথম মহিলা যিনি একটানা ৩২৮ দিন মহাকাশ স্টেশনে কাটিয়ে পৃথিবীতে ফিরেছেন।
তবে নাসার সর্বশেষ তথ্যানুযায়ী, মার্ক ভ্যানডে হেই ২০২১ সালের ৩০ মার্চে স্কট ক্যালির ৩৪০ দিনের রেকর্ড ভেঙ্গে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে একটানা ৩৫৫ দিন থাকার রেকর্ড অর্জন করেন যা এই পর্যন্ত সর্বোচ্চ।
উল্লেখ্য, ২০১৭ সালের ০২ সেপ্টেম্বরে পেগি হুইটসন (Peggy Whitson) নামের একজন মহাকাশচারী ৬৬৫ দিন মহাকাশেক্রমবর্ধমান ভাবে বা দফায় দফায় সবচেয়ে বেশি দিন অতিবাহিত এবং কাজ করার রেকর্ডটি করে
Screenshot from NASA
সুতরাং, ক্রিস্টিনা কোচের ২০২০ সালে প্রথম মহিলা হিসেবে একটানা ৩২৮ দিন মহাকাশ স্টেশনে থাকার রেকর্ডটিকেই সাম্প্রতিক সময়ে প্রথম ব্যক্তি হিসেবে দীর্ঘ ৩২৮ দিন মহাকাশে অবস্থানের রেকর্ড দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: টানা ৩২৮ দিন মহাকাশ থেকে ফিরে এলেন নাসার মহাকাশচারী ক্রিস্টিনা কোচ। তিনিই প্রথম মানুষ্য প্রাণ যিনি কাটিয়ে এসেছেন ৩২৮ দিন মহাকাশে এবং সাথে গড়েছেন দীর্ঘদিন মহাকাশে কাটানোর রেকর্ড
- Claimed By: Facebook Posts
- Fact Check: Misleading
[/su_box]
তথ্যসূত্র
- Nasa – NASA Station Astronaut Record Holders
- CNN: Astronaut Christina Koch spent a record-breaking 328 days in space. Here’s what she did – CNN
- Business Insider: https://www.businessinsider.com/nasa-astronaut-mark-vande-hei-breaks-scott-kellys-spaceflight-record-2022-3
- Nasa – Christina Koch Completes 328-Day Mission in Space
- Space.com: https://www.space.com/peggy-whitson-nasa-astronaut-axiom-spaceflight