সম্প্রতি, ‘ইউনুসের পদত্যাগের দাবীতে, ঢাকার সমস্ত কলেজের ছাত্ররা রাজপথে নেমে গেছে’ শীর্ষক একটি ভিডিও প্রচার করা হয়েছে। পোস্টটিতে তারিখ হিসেবে গতকাল (২৩ জুলাই) উল্লেখ রয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
একই দাবিতে সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেত্রী অপু উকিলকেও একটি পোস্ট শেয়ার করতে দেখা যায়।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি গতকালের (২৩ জুলাই) নয়। এর সাথে প্রধান উপদেষ্টার পদত্যাগ দাবিরও কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, গত বছরের ১২ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে সারাদেশে ছাত্রলীগের হামলার অভিযোগের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের চট্টগ্রাম নগরীর ২ নং গেটে করা বিক্ষোভ মিছিল করে। এটি সেই কর্মসচির দৃশ্য এটি।
অনুসন্ধানে ‘Md. Monirul Islam’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত বছরের ১২ জুলাই প্রচারিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে থাকা ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

উক্ত পোস্টের ক্যাপশনে দাবি করা হয়, প্রচারিত ভিডিওটি গত বছরের ১২ জুলাই কোটা বৈষম্য নিরসনের একদফা দাবিসহ ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে সারাদেশের বিভিন্ন স্থানে পুলিশ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত কলেজ সমূহের শিক্ষার্থীদের নগরীর ২নং গেইটে করা বিক্ষোভ মিছিলের।
উল্লিখিত পোস্ট থেকে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে জাতীয় গণমাধ্যম যায়যায়দিন এর ওয়েবসাইটে গত বছরের ১২ জুলাই “শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।
প্রতিবেদনটি থেকে জানা যায়, গত বছরের ১২ জুলাই বিকেলে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি এবং শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও চবি অধিভুক্ত কলেজের শিক্ষার্থী। চট্টগ্রামের ষোলশহর স্টেশনে একত্রিত হয়ে এ বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ করেছিল প্রায় ৫ হাজারের মতো শিক্ষার্থী। বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীদের নগরীর ২ নম্বর গেইট হয়ে প্রবর্তক মোড় পেরিয়ে চক বাজার মোড় হয়ে নগরীর ষোলশহরের এসে শেষ করেছিলেন।
একই তথ্যে সংবাদ প্রকাশ করেছে অনলাইন সংবাদমাধ্যম ঢাকা পোস্টও।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি গতকালের (২৩ জুলাই) নয় এবং এর সাথে প্রধান উপদেষ্টার পদত্যাগ দাবিও কোনো সম্পর্ক নেই।
এছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গতকাল (২৩ জুলাই) ঢাকায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ চেয়ে আন্দোলন করার কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, গত বছরের ১২ জুলাই চট্টগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনের বিক্ষোভ মিছিলের ভিডিওকে গতকাল (২৩ জুলাই) প্রধান উপদেষ্টার পদত্যাগ চেয়ে ঢাকায় কলেজ শিক্ষার্থীদের আন্দোলন করার দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Md. Monirul Islam- Facebook Post
- Jaijaidin- শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল
- Dhaka Post- চট্টগ্রামে পুলিশি হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ