সম্প্রতি, ‘ইসকন জবাই কর’ স্লোগানে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে প্রকাশ্যে হিন্দুদের জবাই করার স্লোগান দিচ্ছে শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ভারতের একাধিক এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টের পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটিতে ‘ইসকন জবাই কর’ স্লোগান দেওয়ার বিষয়টি সঠিক নয়, বরং, আওয়ামী লীগের বিচারের দাবিতে চট্টগ্রামে স্বৈরাচার বিরোধী মিছিলের এই ভিডিওতে ‘লীগ ধর, জবাই কর’ স্লোগান দেওয়া হয়েছে।
অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে ভিডিওতে অস্পষ্টভাবে ’লীগ ধর জবাই কর’ এমন বাক্যের উচ্চারণের বিষয়টি অনুধাবন করা গেলেও ‘ইসকন জবাই কর’ এমন বাক্য উচ্চারণ করতে শোনা যায়নি।
পরবর্তীতে মূলধারার সংবাদমাধ্যম যমুনা টিভির ইউটিউব চ্যানেলে গত ১০ নভেম্বর প্রকাশিত একই ঘটনার একটি ভিডিও পাওয়া যায়।
Comparison by Rumor Scanner
এই ভিডিও থেকে জানা যায়, সেদিন আওয়ামী লীগের বিচারের দাবিতে চট্টগ্রামে স্বৈরাচার বিরোধী মিছিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। যমুনা টিভির ভিডিওটি পর্যবেক্ষণ করে মিছিলের কোনো অংশেই ‘ইসকন জবাই কর’ বা হিন্দুদের হত্যার আহ্বানে কোনো স্লোগান দিতে দেখা যায়নি।
ফেসবুকে ‘Asif Md Salahuddin’ নামে একটি অ্যাকাউন্টে সেদিনের মিছিলের আরেকটি ভিডিও পাওয়া যায়। এই ভিডিওতেও ‘ইসকন জবাই কর’ বা হিন্দুদের হত্যার আহ্বানে কোনো স্লোগান দিতে দেখা যায়নি।
এমনকি সেদিন গণমাধ্যমের লাইভ ভিডিওসহ একাধিক ভিডিও (১, ২) পর্যবেক্ষণ করেও আলোচিত দাবিতে কোনো স্লোগান শোনা যায়নি। বরং সেখানে ‘লীগ ধর, জবাই কর’, ‘জবাই কর, লীগ ধর’ ইত্যাদি স্লোগান শোনা যায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই আয়োজনে যাদের স্লোগানের নেতৃত্ব দিতে দেখা গেছে তাদের মধ্যে একজন কেন্দ্রীয় সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি। রাফি তার ফেসবুক অ্যাকাউন্টে ০৯ নভেম্বরই লাইভ ভিডিওর মাধ্যমে জানান যে, “বীর চট্টলাবাসী, পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে আগামীকাল বিকেল ৩ টায় চকবাজার প্যারেড কর্ণারে চলে আসুন।” রাফির এই আহ্বান থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে যে এটি কোনো ধর্মীয় আয়োজন ছিল না। ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে হওয়া মিছিল। তাই এই মিছিলে ধর্মীয় কোনো গোষ্ঠীর বিরুদ্ধে স্লোগান দেওয়ার বিষয়টিও অপ্রাসঙ্গিক।
পরবর্তী অনুসন্ধানে অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউন এর এই বিষয়ে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, মিছিলে ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘হাসিনাকে আনবো, ফাঁসিতে ঝুলাবো’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘আওয়ামী লীগের আস্তানা, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’, একটা-দুটা লীগ ধর, ধরে ধরে বস্তা ভর’সহ নানা স্লোগান দেওয়া হয়।
আরেক অনলাইন সংবাদমাধ্যম বাংলানিউজ২৪ এর সংবাদ থেকেও একই তথ্য জানা যায়।
সুতরাং, গত ১০ নভেম্বর চট্টগ্রামে পতিত আওয়ামী লীগের বিচারের দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে ‘লীগ ধর, জবাই কর’ স্লোগান দেয়ার ভিডিওকে ‘ইসকন জবাই কর’ স্লোগান দেওয়া হচ্ছে দাবিতে ভুলভাবে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Jamuna TV: আওয়ামী লীগের বিচারের দাবিতে চট্টগ্রামে স্বৈরাচার বিরোধী মিছিল | Chattogram | Jamuna TV
- Asif Md Salahuddin: Facebook Video
- Rumor Scanner’s Analysis