চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে “ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনকে ছাত্রলীগ থেকে পদত্যাগের আল্টিমেটাম”- শীর্ষক শিরোনামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা-৪) মো. আজাদ হোসেন হাজারী সাক্ষরিত একটি বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে, এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানান যাইতেছে যে, সাম্প্রতিক সময়ে দেশব্যাপী চলমান অস্থিরতা এবং রাজনৈতিক সহিংসতায় ছাত্রলীগের সম্পৃক্ততা প্রমাণিত হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ এর সভাপতি মোঃ সাদ্দাম হোসেন (এম, এস, আইন বিভাগ, রেজিস্ট্রেশন নংঃ ২০১১৩১৩৪০৫, স্যার এ, এফ, রহমান হল) কে অনতিবিলম্বে বাংলাদেশ ছাত্রলীগ এর সভাপতি পদ থেকে পদত্যাগ করার নির্দেশ প্রদান করা হচ্ছে। অন্যথায় তার ছাত্রত্ব বাতিল সহ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি সাদ্দাম হোসেনকে পদত্যাগের আল্টিমেটাম দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো বিজ্ঞপ্তি জারি করেনি। আলোচ্য দাবিতে ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা-৪) মো. আজাদ হোসেন হাজারী সাক্ষরিত বিজ্ঞপ্তিটি ভুয়া।
অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে আলোচ্য দাবি সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও এসংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত একাধিক গণমাধ্যমকর্মীর সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম।
দৈনিক আমাদের সময়ের ঢাবি প্রতিবেদক আশিকুল হক রিফাত বলেন, এটি গুজব।
দ্য বিজনেস পোস্টের ঢাবি প্রতিনিধি ইসমে আজমও এটি গুজব বলে নিশ্চিত করেন।
মূলত, সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। এরই প্রেক্ষিতে “ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনকে ছাত্রলীগ থেকে পদত্যাগের আল্টিমেটাম”- শীর্ষক শিরোনামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা-৪) মো. আজাদ হোসেন হাজারী সাক্ষরিত একটি বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত বিজ্ঞপ্তিটি ভুয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট পর্যবেক্ষণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলে এ বিষয়ে নিশ্চিত হয়েছে রিউমর স্ক্যানার টিম।
সুতরাং, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেনকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে দাবিতে প্রচারিত বিজ্ঞপ্তিটি ভুয়া।
তথ্যসূত্র
- DU- Website
- DU Correspondent’s Statement
- Rumor Scanner’s Own Analysis