৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে ব্রাজিলের কোনো গোলকিপারের গোল্ডেন গ্লাভস না জেতার তথ্যটি আংশিক মিথ্যা

সম্প্রতি ‘৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে ব্রাজিলের কোনো গোলকিপার গোল্ডেন গ্লাভস জিতেনি!কিন্তু তাদের টিমে খেলে সর্বকালের সেরা গোলকিপার‘ শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ১৯৩০ সালে ফুটবল বিশ্বকাপ শুরুর সময়ে গোলকিপারদের গোল্ডেন গ্লাভস দেওয়া হতো না বরং গোল্ডেন গ্লাভস দেওয়া শুরু হয়েছে মাত্র ২৮ বছর আগে অর্থাৎ ১৯৯৪ বিশ্বকাপ থেকে। তবে গোল্ডেন গ্লাভস দেওয়া শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ব্রাজিলের কোনো গোলকিপার গোল্ডেন গ্লাভস জিতেনি।

কি-ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে ফুটবলের জনপ্রিয় ওয়েবসাইট GOAL এ চলতি বছরের ২ ফেব্রুয়ারি ‘FIFA World Cup Golden Glove award – List of winners‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটি থেকে জানা যায়, গোল্ডেন গ্লাভস পুরস্কারটি বিশ্বকাপে সেরা নৈপুণ্য দেখানো গোলকিপারকে দেওয়া হয়। এই পুরস্কারটি সর্বপ্রথম ১৯৯৪ সালে সাবেক সোভিয়েত কিংবদন্তি গোলকিপার লেভ ইয়াসিনের সম্মানে তার নামেই প্রচলন করা হয়। পরবর্তীতে ২০১০ বিশ্বকাপে এটিকে গোল্ডেন গ্লাভ নাম দেওয়া হয়। ফিফার টেকনিক্যাল স্ট্যাডি কমিটি এই পুরস্কারের জন্য মনোনয়ন দিয়ে থাকে।

এছাড়া খেলাধুলা ভিত্তিক আরেকটি ওয়েবসাইট Sportskeeda এর ‘ FIFA World Cup Golden Glove Winners‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকেও একই তথ্য খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটি থেকে আরও জানা যায়, ১৯৯৪ বিশ্বকাপের আগে সেরা নৈপুণ্য দেখানো গোলকিপারদের একমাত্র স্বীকৃতি ছিল ফিফা কর্তৃক ঘোষিত অল-স্টার টিম অব টুর্নামেন্টে জায়গা করে নেওয়া।

প্রতিবেদনটিতে ১৯৩০ বিশ্বকাপ থেকে ১৯৯০ বিশ্বকাপ পর্যন্ত অল-স্টার টিম অব টুর্নামেন্টে জায়গা করে নেওয়া গোলকিপারদের একটি তালিকাও যুক্ত করা হয়।

এই তালিকাটির সঙ্গে ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে ব্রাজিলের কোনো গোলকিপারের গোল্ডেন গ্লাভস না জেতার দাবিতে প্রচারিত তালিকাটির মিল খুঁজে পাওয়া যায়। 

উপরিউক্ত তথ্য সমূহ বিশ্লেষণ করে দেখা যায়, ফুটবল বিশ্বকাপে গোলকিপারদের গোল্ডেন গ্লাভস দেওয়ার প্রচলন শুরু হয়েছে ১৯৯৪ বিশ্বকাপে সাবেক সোভিয়েত কিংবদন্তি গোলকিপার লেভ ইয়াসিনের সম্মানে তার নামেই দেওয়া পুরস্কারের মাধ্যমে। যেটিকে পরবর্তীতে ২০১০ বিশ্বকাপে ‘গোল্ডেন গ্লাভস’ নামে নতুন নামকরণ করা হয়। ১৯৯৪ বিশ্বকাপের পূর্বে গোলকিপারদের আলাদা কোনো স্বীকৃতি বা পুরস্কার ছিল না। বরং তখন গোলকিপারদের একমাত্র স্বীকৃতি ছিল ফিফা কর্তৃক ঘোষিত অল-স্টার টিম অব টুর্নামেন্টে জায়গা করে নেওয়া। 

তবে এই অল-স্টার টিমে এবং গোল্ডেন গ্লাভস দেওয়া শুরুর পর থেকে এখন পর্যন্ত ব্রাজিলের কোনো গোলকিপারই দুইটির কোনোটি অর্জন করতে পারেনি।

অল-স্টার টিম অব টুর্নামেন্ট কি?

ফিফা বিশ্বকাপ অল-স্টার টিম হলো প্রতিটি বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর সেরা নৈপুণ্য দেখানো খেলোয়াড়দের নিয়ে গঠিত একটি পূর্ণাঙ্গ ফুটবল দল।

তবে অনুসন্ধানে দেখা যায়, ২০১০ বিশ্বকাপের পর থেকে ফিফা কর্তৃক এই অল-স্টার টিম আর ঘোষণা করা হয় না।

ফিফার ঘোষিত ২০০৬ ও ২০১০ অল-স্টার টিমের পূর্ণাঙ্গ তালিকা দেখুন এখানে, এখানে। 

উল্লেখ্য, গোল্ডেন গ্লাভস চালু হওয়ার পর এই অল-স্টার টিমে জায়গা পাওয়া সেরা গোলকিপারই গোল্ডেন গ্লাভস জিতেছেন। যেমন, ২০০৬ অল-স্টার টিমে সেরা গোলকিপার হিসেবে জায়গা পেয়েছেন ইতালির গোলকিপার বুফোন, তিনিই আবার সে বছর গোল্ডেন গ্লাভস জিতেন। অনুরূপভাবে ২০১০ অল-স্টার টিমে সেরা গোলকিপার হিসেবে জায়গা পান স্পেনের গোলকিপার ইকার ক্যাসিয়াস। তিনিও সে বছর গোল্ডেন গ্লাভস জিতেন।

মূলত, ১৯৩০ সাল থেকে শুরু হওয়া ফুটবল বিশ্বকাপে ১৯৯৪ বিশ্বকাপ পর্যন্ত গোলকিপারদের আলাদা কোনো স্বীকৃতি বা পুরস্কার ছিল না। বরং তখন গোলকিপারদের একমাত্র স্বীকৃতি ছিল ফিফা কর্তৃক ঘোষিত অল-স্টার টিম অব টুর্নামেন্ট-যা বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর সেরা নৈপুণ্য দেখানো খেলোয়াড়দের নিয়ে গঠিত একটি পূর্ণাঙ্গ ফুটবল দল-এ জায়গা করে নেওয়া। এই অল-স্টার টিমে ব্রাজিলের কোনো গোলকিপার জায়গা করে নিতে পারেনি। 

পরবর্তীতে ১৯৯৪ বিশ্বকাপ থেকে অর্থাৎ ২৮ বছর আগে গোলকিপারদের জন্য আলাদাভাবে গোল্ডেন গ্লাভস দেওয়ার প্রচলন শুরু হলেও এক্ষেত্রেও ব্রাজিলের কোনো গোলকিপার এ কৃতিত্ব অর্জন করতে পারেনি।

সুতরাং, ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে ব্রাজিলের কোনো গোলকিপারের গোল্ডেন গ্লাভস না জেতার তথ্যটি আংশিক মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img