আফগানিস্তানের মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনায় গণমাধ্যমে একাধিক পুরোনো ছবি

সম্প্রতি, আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাদাখশান প্রদেশের একটি মসজিদে বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশের কতিপয় গণমাধ্যমে কিছু ছবি ব্যবহার করে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন কালবেলা, ঢাকা পোস্ট, সংবাদ প্রকাশ, মানবকণ্ঠ, বৈশাখী টিভি, ডেইলি বাংলাদেশ, যমুনা টিভি, ঢাকা প্রকাশ, সময়ের আলো, বাংলাদেশ টাইমস, পদ্মা নিউজ, নিউজনাউ২৪, বিজনেস জার্নাল, আগামী নিউজ, আমাদের সময়, আরটিভি, প্রাইম নিউজবিডি, একুশে সংবাদ, আমার সংবাদ

এছাড়া এসব ছবি ব্যবহার করে ফেসবুকে প্রচারিত  কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আফগানিস্তানের সাম্প্রতিক মসজিদে বিস্ফোরণের ঘটনায় প্রচারিত ছবিগুলো উক্ত ঘটনার নয় বরং ইন্টারনেট থেকে সংগৃহীত পুরোনো ভিন্ন ভিন্ন ঘটনার ছবিকে যথাযথ তথ্যসূত্র ছাড়াই গণমাধ্যমগুলো উক্ত ঘটনার ছবি দাবিতে প্রচার করেছে।

ছবি যাচাই ১

Screenshot: dhaka post

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাদাখশান প্রদেশের মসজিদে বিস্ফোরণের ঘটনার দাবিতে এই ছবিটি ব্যবহার করেছে ঢাকা পোস্ট, ঢাকা প্রকাশ, বিজনেস জার্নাল, আগামী নিউজ, পদ্মা নিউজ

কিন্তু ছবিটি উক্ত ঘটনার নয়। 

এ বিষয়ে অনুসন্ধানে বার্তা সংস্থা এপির ওয়েবসাইটে ২০২১ সালের ৯ অক্টোবর ‘IS bomber kills 46 inside Afghan mosque, challenges Taliban‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, এটি ২০২১ সালের ৮ অক্টোবর আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের একটি মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনায় ধারণকৃত ছবি। 

Screenshot: ap news

ছবি যাচাই ২

Screenshot: ManobKantha

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাদাখশান প্রদেশের মসজিদে বিস্ফোরণের ঘটনার দাবিতে এই ছবিটি ব্যবহার করেছে মানবকণ্ঠ, আমাদের সময়, আরটিভি, প্রাইম নিউজবিডি।  

কিন্তু ছবিটি উক্ত ঘটনার নয়। 

এ বিষয়ে অনুসন্ধানে বার্তা সংস্থা এপির ওয়েবসাইটে ২০২১ সালের ৯ অক্টোবর ‘IS bomber kills 46 inside Afghan mosque, challenges Taliban‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, এটি ২০২১ সালের ৮ অক্টোবর আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের একটি মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনায় ধারণকৃত ছবি। 

Screenshot: ap news

ছবি যাচাই ৩

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাদাখশান প্রদেশের মসজিদে বিস্ফোরণের ঘটনার দাবিতে এই ছবিটি ব্যবহার করেছে যমুনা টিভি, আমার সংবাদ

Screenshot: Jamuna TV 

কিন্তু ছবিটি উক্ত ঘটনার নয়। 

এ বিষয়ে অনুসন্ধানে আফগানিস্তানের অনলাইন পোর্টাল Kabulnow এর ওয়েবসাইটে গত ৬ জুন Car bomb kills Taliban’s deputy governor of Badakhshan province‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, এটি আফগানিস্তানের ফয়েজাবাদ শহরে গাড়ি বোমা বিস্ফোরণে তালিবান সরকারের বাদাখশান প্রদেশের ডেপুটি গভর্নর নিসার আহমেদ আহমাদীর মৃত্যুর ঘটনায় ধারণকৃত ছবি। 

Screenshot: Kabul Now

ছবি যাচাই ৪

Screenshot: Sangbad Prokash 

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাদাখশান প্রদেশের মসজিদে বিস্ফোরণের ঘটনার দাবিতে এই ছবিটি ব্যবহার করেছে সংবাদ প্রকাশ

কিন্তু ছবিটি উক্ত ঘটনার নয়। 

এ বিষয়ে অনুসন্ধানে বার্তা সংস্থা এপির ওয়েবসাইটে ২০২২ সালের ১৮ আগস্ট ‘Police: Death toll in Afghan capital mosque bombing now 21‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, এটি আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদে বোমা হামলার ঘটনায় নিহত এক ব্যক্তিকে আত্মীয়-স্বজন কর্তৃক বহনের সময় ধারণকৃত ছবি। 

Screenshot: ap news

ছবি যাচাই ৫

Screenshot: Boishakhi TV  

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাদাখশান প্রদেশের মসজিদে বিস্ফোরণের ঘটনার দাবিতে এই ছবিটি ব্যবহার করেছে বৈশাখী টিভি, নিউজনাউ২৪

কিন্তু ছবিটি উক্ত ঘটনার নয়। 

এ বিষয়ে অনুসন্ধানে ছবি শেয়ারিং এবং স্টোরেজ সংক্রান্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠান Getty Images এর ওয়েবসাইটে ‘Death toll in Pakistan mosque blast rises to 56‘ শীর্ষক শিরোনামে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়। 

ছবিটির বিস্তারিত বিবরণী থেকে জানা যাচ্ছে, এটি  ২০২২ সালের ৪ মার্চ পাকিস্তানের পেশাওয়ারের একটি শিয়া মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনায় ধারণকৃত ছবি। 

Screenshot: getty images

ছবি যাচাই ৬

Screenshot: Somoyer Alo   

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাদাখশান প্রদেশের মসজিদে বিস্ফোরণের ঘটনার দাবিতে এই ছবিটি ব্যবহার করেছে সময়ের আলো

কিন্তু ছবিটি উক্ত ঘটনার নয়। 

এ বিষয়ে অনুসন্ধানে বার্তা সংস্থা এপির ওয়েবসাইটে ২০২১ সালের ৯ অক্টোবর ‘IS bomber kills 46 inside Afghan mosque, challenges Taliban‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, এটি ২০২১ সালের ৮ অক্টোবর আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের একটি মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনায় ধারণকৃত ছবি। 

Screenshot: ap news

ছবি যাচাই ৭

Screenshot: Daily Bangladesh   

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাদাখশান প্রদেশের মসজিদে বিস্ফোরণের ঘটনার দাবিতে এই ছবিটি ব্যবহার করেছে ডেইলি বাংলাদেশ

কিন্তু ছবিটি উক্ত ঘটনার নয়। 

এ বিষয়ে অনুসন্ধানে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি নিউজের ফারসি সংস্করণের ওয়েবসাইটে ২০১৭ সালের ২১ অক্টোবর ‘The recent ISIS attack on a mosque in Kabul‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, এটি আফগানিস্তানের কাবুলের ইমাম জামান নামক একটি মসজিদে আইএস জঙ্গীদের আত্মঘাতী হামলার ঘটনায় ধারণকৃত একটি ছবি। 

Screenshot: BBC News

ছবি যাচাই ৮

Screenshot: Bangladesh Times 

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাদাখশান প্রদেশের মসজিদে বিস্ফোরণের ঘটনার দাবিতে এই ছবিটি ব্যবহার করেছে বাংলাদেশ টাইমস

কিন্তু ছবিটি উক্ত ঘটনার নয়। 

এ বিষয়ে অনুসন্ধানে মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম আল আরাবিয়ার ওয়েবসাইটে ২০২১সালের ৮ অক্টোবর ‘ISIS claims responsibility for deadliest attack on Afghanistan since US withdrawal‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, এটি ২০২১ সালের ৮ অক্টোবর আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের একটি মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনায় তালেবান কর্তৃক মসজিদ পরিদর্শনের সময়ে ধারণকৃত ছবি।

Screenshot: Al Arabiya News

ছবি যাচাই ৯

Screenshot: Ekushey Sangbad

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাদাখশান প্রদেশের মসজিদে বিস্ফোরণের ঘটনার দাবিতে এই ছবিটি ব্যবহার করেছে একুশে সংবাদ

কিন্তু ছবিটি উক্ত ঘটনার নয়। 

এ বিষয়ে অনুসন্ধানে মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম আল আরাবিয়ার ওয়েবসাইটে ২০২১সালের ৮ অক্টোবর ‘At least 32 killed, 53 injured in mosque blast in Afghanistan’s Kandahar‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, এটি ২০২১ সালের ১৫ অক্টোবর আফগানিস্তানের কান্দাহারে একটি শিয়া মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনায় তালেবান কর্তৃক মসজিদ পরিদর্শনের সময়ে ধারণকৃত ছবি।

Screenshot: Al Arabiya News

ছবি যাচাই ১০

Screenshot: Kalbela

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাদাখশান প্রদেশের মসজিদে বিস্ফোরণের ঘটনার দাবিতে এই ছবিটি ব্যবহার করেছে কালবেলা

কিন্তু ছবিটি উক্ত ঘটনার নয়। 

এ বিষয়ে অনুসন্ধানে আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ভেলের ওয়েবসাইটে ২০২১সালের ৩ মার্চর ‘Senior Taliban commander among dead in Kabul attack‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, এটি ২০২১ সালের ৩ মার্চ আফগানিস্তানের কাবুলে আইএস জঙ্গীগোষ্ঠীর হামলায় একজন জৈষ্ঠ্য নেতৃত্বের মৃত্যুর ঘটনায় ধারণকৃত ছবি।

Screenshot source: DW

অর্থাৎ, আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাদাখশান প্রদেশের মসজিদে বিস্ফোরণের ঘটনায় দেশীয় কতিপয় গণমাধ্যমে প্রচারিত ছবিগুলোর সাথে উক্ত ঘটনার কোনো সম্পৃক্ততাই নেই। 

গণমাধ্যমের প্রতিবেদনে আলোচিত ছবিগুলোর শিরোনামে ফাইল ফটো বা পুরোনো ঘটনার ছবি শীর্ষক কোনো তথ্য দেওয়া হয়নি। বরং কিছু গণমাধ্যম ছবিগুলো সংগৃহীত, কেউ-বা ছবিসূত্র হিসেবে বিদেশী গণমাধ্যমের নাম উল্লেখ করেছে। কতিপয় গণমাধ্যম ছবির শিরোনামে কিছুই লিখেনি। সাম্প্রতিক ঘটনার বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে ছবিগুলো ব্যবহার করে সংগৃহীত উল্লেখ, বিদেশী গণমাধ্যমের নাম উল্লেখ কিংবা কোনো তথ্যই উল্লেখ না থাকায় স্বাভাবিকভাবে ছবিগুলো আফগানিস্তানের সাম্প্রতিক বোমা হামলার ঘটনার বলে প্রতীয়মান হয়। এতে করে নেটিজেনদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হওয়া অমূলক নয়। 

মূলত, গত ৮ জুন আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাদাখশান প্রদেশের একটি মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় কতিপয় গণমাধ্যমে প্রকাশিত খবরে আফগানিস্তান সহ বিভিন্ন ঘটনার পুরোনো ছবি ব্যবহার করে সাম্প্রতিক ঘটনার ছবি দাবিতে প্রচার করা হচ্ছে। প্রতিবেদনগুলোতে আলোচিত ছবিগুলোর শিরোনামে ফাইল ফটো বা পুরনো ঘটনার ছবি শীর্ষক কোনো তথ্যও দেওয়া হয়নি। এতে করে স্বাভাবিকভাবে ছবিগুলো আফগানিস্তানের সাম্প্রতিক বোমা হামলার ঘটনার বলে প্রতীয়মান হয়, যা বিভ্রান্তির জন্ম দিয়েছে। 

সুতরাং, সম্প্রতি আফগানিস্তানের একটি মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত সংবাদে একাধিক পুরোনো ঘটনার ছবিকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img